প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৫, ২৩:৪২
হাজীগঞ্জে বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ
সার্টিফিকেট যদি মূল্যহীন হয়, তাহলে নিজেই ক্ষতিগ্রস্ত হবে
-----জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন
শনিবার (২৫ জানুয়ারি ২০২৫) হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজের সৌন্দর্যবর্ধন কাজের উদ্বোধন এবং শিক্ষা উপকরণ ও ক্রীড়াসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন, সার্টিফিকেট যদি মূল্যহীন হয়, তাহলে নিজেই ক্ষতিগ্রস্ত হবে। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, বড়ো করে স্বপ্ন দেখতে হবে এবং স্বপ্ন বাস্তবায়নে পরিশ্রম করতে হবে। তোমরা দেখবে অসংখ্য মানুষ রয়েছে, যাদের লেখাপড়া কাজে আসছে না। তারা নিজেদেরকে পরিবার ও সমাজের বোঝা মনে করছে। সুতরাং যে লেখাপড়ায় দক্ষতা অর্জন হয় না, সেই লেখাপড়ার দরকার নেই। উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীলের সভাপ্রধানে অনুষ্ঠানে বক্তব্য রাখেন অধ্যক্ষ মো. আবু ছাইদসহ একজন শিক্ষার্থী। বিকেল ৩টার দিকে জেলা প্রশাসক পৌর ৩নং ওয়ার্ডে খাটরা-বিলওয়াই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ত্রিতল একাডেমিক ভবন উদ্বোধন করেন। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অবসরপ্রাপ্ত পরিচালক মহিউদ্দিন তালুকদারের সভাপ্রধানে এবং প্রধান শিক্ষক নাজমা বেগমের সার্বিক ব্যবস্থাপনায় ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ কামাল হোসাইন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিথিবৃন্দ। একইদিন বিকেলে জেলা প্রশাসক কালচোঁ উত্তর ইউনিয়নের মহব্বতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবন উদ্বোধন করেন। উপজেলা প্রাথমিক শিক্ষক কর্মকর্তা মো. আবু সাঈদ চৌধুরীর সভাপ্রধানে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহনাজ বেগমের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীলসহ অতিথিবৃন্দ। অনুষ্ঠানগুলোতে বিশেষ অতিথি হিসেবে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) মুকুর চাকমা, অতিরিক্ত জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মোছাদ্দেক হোসেন, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক, উপজেলা প্রকৌশলী মো. আজিজুল হক, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মনিরুল ইসলাম ও আনিছুর রহমানসহ অন্যান্য সরকারি কর্মকর্তা উপস্থিত ছিলেন। এছাড়া হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হাসান মাহমুদ, সাধারণ সম্পাদক খন্দকার আরিফ, ইউপি চেয়ারম্যান মানিক হোসেন প্রধানীয়া, সাবেক ইউপি চেয়ারম্যান দিলদার হোসেন কিসলু, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি তুহিন হায়দার, হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক হোসাইনুল আজমসহ অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।