প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৫, ১৬:১৭
পশ্চিম সকদীতে মানবকল্যাণ পরিবারের সেলাই মেশিন বিতরণ
মানবকল্যাণ পরিবারের উদ্যোগে
|আরো খবর
শুক্রবার (২৪ জানুয়ারি ২০২৫) চাঁদপুর সদর উপজেলার পশ্চিম সকদী আলিম মাদরাসার মাঠে দুঃস্থ ও বিধবা নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। আর্থিক অসচ্ছলতা দূরীকরণের মাধ্যমে স্বনির্ভরতা অর্জনের লক্ষ্যেই এ কর্মসূচি পালিত হয়।
সংগঠনের সহ-সভাপতি মোহাম্মদ হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফেজ মো. আবদুল কুদ্দুসের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগাদী ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমান মিজি ও পশ্চিম সকদী কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক শফিকুর রহমান বেপারী।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের কার্যকরী কমিটির সদস্য আমেরিকা প্রবাসী আজহার উদ্দিন সুমন, সোলেমান খান, ফয়েজ খান, কামরুল ইসলাম সুমন, হাফেজ শরীফুল ইসলাম, নাজিম হোসেন প্রমুখ।