প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৫, ১৯:৪১
ফরিদগঞ্জে গণফোরামের উপজেলা কর্মী সম্মেলন
ফ্যাসিস্ট আওয়ামী লীগের প্রেতাত্মারা সর্বত্র জাল বিছিয়ে রেখেছে বলেই দেশে এখনো বিশৃঙ্খলা :অ্যাড. সেলিম আকবর
ফরিদগঞ্জ উপজেলা গণফোরামের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জানুয়ারি ২০২৫) বিকেলে ফরিদগঞ্জ প্রেসক্লাব চত্বরে উপজেলা শাখার আহ্বায়ক মামুন গাজীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন গণফোরামের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও চাঁদপুর জেলা গণফোরামের সভাপতি অ্যাড. সেলিম আকবর। তিনি তাঁর বক্তব্যে বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের প্রেতাত্মারা এখনো সর্বত্র সক্রিয় ও জাল বিছিয়ে রাখার কারণেই দেশে এখনো বিশৃঙ্খলা। এদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থাগ্রহণ এই মুহূর্তে প্রয়োজন। গত ১৬টি বছর এদেশের মানুষের মৌলিক অধিকার ছিলো না। মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করে ফ্যাসিস্ট হাসিনা রাতের আঁধারে মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে। হাসিনা দীর্ঘদিন ক্ষমতায় থেকে এই দেশের অর্থনীতি ও আইনের শাসনকে কুঁড়ে কুঁড়ে খেয়েছে। বিদেশে এদেশের মানুষের মাথা বিক্রি করে কোটি কোটি টাকা ঋণ এনে সেই টাকা বিদেশে পাচার করে দেশকে ভঙ্গুর অর্থনীতিতে পরিণত করেছে। বর্তমান সরকারের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোতে ফ্যাসিস্ট হাসিনার ভূতরা বসে আছে বলেই বর্তমানে দ্রব্যমূল্যসহ নানা প্রতিষ্ঠানে বিশৃঙ্খলা বিরাজ করছে। সকল দুর্নীতিবাজকে আইনের আওতায় এনে যৌক্তিক সকল সংস্কার সম্পন্ন করে অবিলম্বে একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আমরা দাবি করছি।
|আরো খবর
চাঁদপুর শহর গণফোরামের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সুমন মিয়াজীর পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক রওশন ইয়াজদাবী, সমাজসেবা সম্পাদক মো. ফারুক হোসেন, সদস্য হাজী আশ্রাফ বাবু, চাঁদপুর সদর উপজেলা শাখার সভাপতি আলমগীর গাজী, চাঁদপুর শহর গণফোরামের সভাপতি অ্যাড. আবু সুফিয়ান ও জেলা যুব গণফোরামের সভাপতি আলমগীর খান। সম্মেলন শেষে মামুন গাজীকে আহ্বায়ক ও শফিক মোল্লাকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট গণফোরাম ফরিদগঞ্জ উপজেলা শাখার নয়া কমিটি ঘোষণা করা হয়।