প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৫, ২১:১৩
পুরাণবাজার নিউ নেশন এওয়ার্ড স্কুলের আয়োজন শেখ হারুনুর রশিদের স্মরণসভা ও দোয়া অনুষ্ঠান
বিশিষ্ট শিক্ষানুরাগী, আয়ুর্বেদ চিকিৎসক, নিউ নেশন এওয়ার্ড স্কুলের প্রতিষ্ঠাতা ও বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন চাঁদপুর জেলার সহ-সভাপতি শেখ হারুনুর রশিদের কর্ম ও মননশীলতা তুলে ধরতে পুরাণবাজার মমিনবাগ আবাসিক এলাকায় অবস্থিত নিউ নেশন এওয়ার্ড স্কুলের পক্ষ থেকে শনিবার (২৫ জানুয়ারি ২০২৫) সকাল ১০টায় বিদ্যালয় সংলগ্ন মাঠে স্মরণসভা এবং দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
|আরো খবর
সভা পরিচালনা পর্ষদের প্রধান উদ্যোক্তা রেজাউল করিম বিপ্লবের সঞ্চালনায় এবং মরহুমের জ্যেষ্ঠ সন্তান পুরাণবাজার ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক শেখ ফাহাদ বিন রশিদের সভাপতিত্বে স্মৃতিচারণ করেন পুরাণবাজার ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান মুজিবুর রহমান পাটোয়ারী, সাহেবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোরশেদ আলম, পুরাণবাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী হোসেন, বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মো. সোহরাব হোসেন ও সহ-সভাপতি পীরজাদা মাহফুজউল্লাহ এবং স্কুল পরিচালনা পর্ষদের সদস্য সাইদ আনোয়ার।
এছাড়া মরহুমের কর্মজীবনের উপর আলোকপাত করেন চাঁদপুর পৌরসভার ট্যাক্স কালেক্টর সাজ্জাদ হোসেন, হাজীগঞ্জ পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা আনোয়ার হোসেন মিয়াজী, ব্যবসায়ী ও সমাজসেবক মোস্তফা কামাল, আব্দুল বাতেন মিজি এবং সাবেক পৌর কমিশনার ফরিদ বেপারীসহ অনেকে।
মরহুমের প্রতিষ্ঠিত নিউ নেশন এওয়ার্ড স্কুলের শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন তাসলিমা আক্তার, পশ্চিম সকদি পি. এস. সি. একাডেমির মোবাশশেরা আক্তার, কোড়ালিয়া মেটারনিটি স্কুলের প্রতিমা দত্ত প্রমুখ।
দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন স্থানীয় ইসলামিয়া জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা সফিক বিন সাইদ। উপস্থিত সকলেই মরহুমের মাগফেরাত ও শোকসন্তপ্ত পরিবারের জন্যে দোয়া করেন।স্মরণসভায় উপস্থিত অতিথিরা শেখ হারুনুর রশিদের শিক্ষাজীবন, নানাবিধ সামাজিক কর্মকাণ্ড, চাঁদপুর জেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন প্রতিষ্ঠাকল্পে গুরুত্বপূর্ণ অবদানসহ শিশু শিক্ষা সম্প্রসারণে ভূমিকা ও বর্ণাঢ্য কর্মজীবনের ওপর আলোকপাত করেন। এছাড়া অতিথিরা মরহুমের ব্যক্তিজীবনে বিনয়, সততা ও ন্যায়নিষ্ঠার কথাও উল্লেখ করেন।