সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৫, ২০:৪৭

ঢাকা দোহার সড়কে চোরাই মোটর সহ যুবক আটক

আব্দুল মান্নান সিদ্দিকী
ঢাকা দোহার সড়কে চোরাই মোটর সহ যুবক আটক

২৫ জানুয়ারি দুপুর ৩টার দিকে মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার রুদ্রপাড়া এলাকায় চোরাই মোটর নিয়ে ঘোরাফেরা করতে দেখা যায় আশিক নামক এক যুবককে। স্থানীয় বাসিন্দা সিরাজুল ইসলামের সন্দেহ হলে তিনি আশিককে মোটরসহ আটক করেন। পরে বিষয়টি স্থানীয়দের মধ্যে ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে ভিড় জমে।

আশিককে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হলে, সে জানায় তার বাড়ি ঢাকা জেলার দোহার উপজেলার ফুলতলা গোড়া বন এলাকায় এবং তার পিতার নাম মো. স্বপন। আশিক দাবি করে, সে মোটরটি চুরি করেনি। শামীম নামক এক ব্যক্তি তাকে মোটরটি দিয়ে এনে এই স্থানে আনতে বলেছিলেন। সে জানে না যে মোটরটি চোরাই।

স্থানীয়রা আশিকের পিতার টেলিফোন নম্বর সংগ্রহ করে এবং মো. স্বপনকে ঘটনা স্থলে জানালে তিনি উপস্থিত হন। উপস্থিত সকলের সামনে মো. স্বপন মুচলেকা দিয়ে আশিক ও মোটরটি তার জিম্মায় ছেড়ে দেন।

এ ঘটনায় এলাকাবাসী উত্তেজিত থাকলেও, বিষয়টি স্থানীয়ভাবে সমাধান হয়েছে এবং পুলিশ এ বিষয়ে কোনো ব্যবস্থা নেননি।

ডিসিকে/এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়