প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৫, ২০:৪৭
ঢাকা দোহার সড়কে চোরাই মোটর সহ যুবক আটক
|আরো খবর
আশিককে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হলে, সে জানায় তার বাড়ি ঢাকা জেলার দোহার উপজেলার ফুলতলা গোড়া বন এলাকায় এবং তার পিতার নাম মো. স্বপন। আশিক দাবি করে, সে মোটরটি চুরি করেনি। শামীম নামক এক ব্যক্তি তাকে মোটরটি দিয়ে এনে এই স্থানে আনতে বলেছিলেন। সে জানে না যে মোটরটি চোরাই।
স্থানীয়রা আশিকের পিতার টেলিফোন নম্বর সংগ্রহ করে এবং মো. স্বপনকে ঘটনা স্থলে জানালে তিনি উপস্থিত হন। উপস্থিত সকলের সামনে মো. স্বপন মুচলেকা দিয়ে আশিক ও মোটরটি তার জিম্মায় ছেড়ে দেন।
এ ঘটনায় এলাকাবাসী উত্তেজিত থাকলেও, বিষয়টি স্থানীয়ভাবে সমাধান হয়েছে এবং পুলিশ এ বিষয়ে কোনো ব্যবস্থা নেননি।
ডিসিকে/এমজেডএইচ