প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৫, ২০:০০
রাজরাজেশ্বর ইউনিয়নে ইসলামী আন্দোলনের গণসমাবেশ
চরাঞ্চলের মানুষ আজও নাগরিক সুবিধা থেকে বঞ্চিত : শেখ মুহাম্মদ জয়নাল আবেদীন
সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার এবং ইসলামী সমাজভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে রাজরাজেশ্বর ইউনিয়নে ইসলামী আন্দোলনের গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জানুয়ারি ২০২৫) বিকেলে চাঁদপুর সদর উপজেলার ১৪নং রাজরাজেশ্বর ইউনিয়ন পরিষদ মাঠে এই সমাবেশের আয়োজন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজরাজেশ্বর ইউনিয়ন শাখা।
|আরো খবর
গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন চাঁদপুর জেলা সভাপতি জননেতা শেখ মোহাম্মদ জয়নাল আবেদীন।
তিনি তাঁর বক্তব্যে বলেন, চাঁদপুর সদর উপজেলার ১৪টি ইউনিয়নের মধ্যে রাজরাজেশ্বর ইউনিয়নের মানুষ প্রায় সকল নাগরিক সুবিধা থেকে বঞ্চিত। বর্ষা মৌসুমে এই ইউনিয়নটা নদীগর্ভে প্রায়ই বিলীন হয়ে যায়। ইউনিয়ন পরিষদ, স্কুল-মাদ্রাসা, সাধারণ মানুষের ঘরবাড়ি অধিকাংশ নষ্ট হয়ে যায়। সেই হিসেবে এই ইউনিয়নের শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন প্রতিষ্ঠানগুলো পুনর্গঠন, অবকাঠামোগত উন্নয়ন ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর মতো কার্যকরী পদক্ষেপ নেই বললেই চলে।
তিনি বলেন, নামমাত্র প্রতিনিধি থাকলেও তারা সবাই শহরমুখী এবং শহরেই সকলের বসবাস।রাজরাজেশ্বর ইউনিয়নে ইসলামী আন্দোলনের সভাপতি শেখ মুহাম্মদ জয়নাল আবেদীন প্রবেশ করার পর এলাকার সাধারণ মানুষ অভিযোগ করে বলেন, আমাদের আয়ের মূল উৎস নদীর মৎস্য আহরণ এবং নদীর পাশেই আমাদের বসবাস। আওয়ামী ফ্যাসিস্ট সরকার যাওয়ার পর মনে করেছিলাম নদী খনন করে বালু বিক্রি বন্ধ হবে। কিন্তু দুঃখের বিষয় হলো, এখনো দেখা যায় নদী থেকে অবৈধভাবে বালু বিক্রয় বন্ধ হয়নি। আওয়ামী লীগ তো এখন নেই। তাহলে এখন এই বালু উত্তোলন কারা করছে এটা আমাদের জানার বিষয়। প্রধান অতিথি তাদেরকে আশ্বস্ত করে বলেন, একটু অপেক্ষা করেন, আপনারা যদি ঐক্যবদ্ধ হয়ে দুর্নীতি দুঃশাসনমুক্ত একটি কল্যাণময় সমাজ প্রতিষ্ঠা করতে পারেন, তাহলে আপনাদের খাদেম হয়ে আপনাদের সকল নাগরিক সেবা আমরা দিয়ে যাবো। অধিকার আপনার যতটুকু থাকবে, আমার ততোটুকুই থাকবে। এখানে কোথাও বৈষম্য হবে না ইনশাআল্লাহ।
রাজরাজেশ্বর ইউনিয়ন ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি গাজী মোহাম্মদ ইসহাকের সভাপতিত্বে গণসমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সাবেক সভাপতি মাওলানা নূরুল আমিন, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোশারফ হুসাইন, সদর উপজেলা ইসলামী আন্দোলনের সেক্রেটারী মাওলানা মোহাম্মাদ আবুল হাসানাত, জয়েন্ট সেক্রেটারী মাওলানা মোহাম্মাদ আল আমিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা সাব্বির আহমাদ, সদর উপজেলা যুব আন্দোলনের সভাপতি শেখ মোহাম্মদ হাবিবুর রহমান, ছাত্র আন্দোলনের সভাপতি মোহাম্মদ মোতালেব চৌধুরী, রাজরাজেশ্বর ইউনিয়ন ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি মোহাম্মদ ওমর ফারুক।
এছাড়া সমাবেশে রাজরাজেশ্বর ইউনিয়ন ইসলামী আন্দোলন ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।