সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৫, ২১:১৮

ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের ২০০৭-০৮ সেশনের বন্ধুদের মিলন মেলা

অনলাইন ডেস্ক
ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের ২০০৭-০৮ সেশনের বন্ধুদের মিলন মেলা

রাজধানীর ঐতিহ্যবাহী কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের ২০০৭-০৮ সেশনের শিক্ষার্থীদের জমজমাট মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ জানুয়ারি ২০২৫) রাজধানীর বিআইসিসি মিলনায়তনে স্মৃতিচারণ, বিজনেস শেয়ারিং, র‍্যাফেল ড্রয়ের মাধ্যমে মিট দ্যা ফ্রেন্ডস গেট টুগেদার -২০২৫ ডিপিআই ০৭-০৮ অনুষ্ঠিত হয়। এতে ৩৩৪ জন প্রকৌশলী বন্ধু অংশ নেন।

অনুষ্ঠানের আয়োজক ২০০৭-০৮ ব্যাচের সভাপতি খাইরুল আলম সোহাগ ও সাধারণ সম্পাদক খান মো. ইফতেখার জানান, বর্তমান কর্মব্যস্ততার মধ্যে দীর্ঘদিন পরে সকল বন্ধুর একসাথে হওয়া বিশেষ আনন্দের উপলক্ষ। সবাই বেশ উৎসাহ উদ্দীপনা নিয়ে এই মিলন মেলায় অংশ নিয়েছেন। শুক্রবার সকাল ১১টা থেকে প্রোগ্রাম শুরু হয়ে সারাদিন চলে বিভিন্ন আয়োজনে। বন্ধুদের অনুভূতি প্রকাশের পাশাপাশি এবারের অন্যতম আকর্ষণ ছিলো ব্যাচের ব্যবসায়ী ও উদ্যোক্তা বন্ধুদের নিয়ে বিশেষ সেশন বিজনেস সামিট। এখানে প্রত্যেকেই নিজেদের ব্যবসা, ব্র্যান্ড সম্পর্কে তুলে ধরেন। এছাড়াও সম্মাননা জানানোসহ নানা আয়োজন ছিলো অনুষ্ঠান জুড়ে। ছিলো র‍্যাফেল ড্র প্রোগ্রামসহ বিভিন্ন সারপ্রাইজিং ইভেন্ট। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন ইঞ্জি. সাইফুল ইসলাম (বিপ্লব)।

অনুষ্ঠানে একই সেশনের ব্যবসায়ী ও উদ্যোক্তাদের মধ্যে সেরা ২২ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা জানানো হয়। সম্মাননা পাওয়া প্রতিষ্ঠানগুলো হলো : মজুমদার কন্সট্রাকশন এন্ড ইঞ্জিনিয়ারিং সলিউশনস,

ডিজাইন ইনফিনিটি, আল সাফা ফার্মাসিটিক্যালস এবং আলসাফা গ্রুপ, মেগাওয়াট পাওয়ার ইঞ্জিনিয়ারিং লিমিটেড, এন এস ইঞ্জিনিয়ারিং সলিউশন, রাইসা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনসালটেন্সি লিমিটেড, লাব্বাইক ইঞ্জিনিয়ারিং, আড্ডা রেস্টুরেন্ট, ইউনিটি ইঞ্জিনিয়ারিং এন্ড আর্কিটেক্ট, বিডি কন্সট্রাকশন এন্ড স্টিল টেকনোলজি, জারাফ ইন্টারন্যাশনাল, পাইকারি ডট কম, পিডি ডোর, গ্রুপ ফোর ইঞ্জিনিয়ারিং, শাইনিং কনসালটেন্ট, প্রিন্টাসি, ম্যাটেরিয়াল সাপ্লায়ার্স, মানহা ইন্টারন্যাশনাল, ইনফিনিটি সলিউশন কোম্পানি, তাসনিন কনস্ট্রাকশন, ভার্সেটাইল ইঞ্জিনিয়ারিং, সিমেট কন্সট্রাকশন, ইউনিফাই আর্কিটেক্ট, এনআরএম কনস্ট্রাকশন এন্ড সাপ্লায়ার লিঃ।

এ সকল প্রতিষ্ঠানের উদ্যোক্তা ও ব্যাবসায়ীকে সম্মাননা প্রদান করা হয়।

মজুমদার কন্সট্রাকশন এন্ড ইঞ্জিনিয়ারিং সলিউশনস-এর ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জি. মোঃ জসিম উদ্দিন (মজুমদার) বলেন, প্রায় এক যুগ পর বন্ধুদের সাথে দেখা, অনেক স্মৃতি, অনেকের অনেক পরিবর্তন, সব মিলিয়ে সময়টা উপভোগ্য ছিলো, ধন্যবাদ সকলকে এতো সুন্দর আয়োজনের জন্যে।

পরে উপস্থিত প্রকৌশলীদের কন্ঠ ভোটের মাধ্যমে আগামী ২০২৫ সেশনের জন্যে গ্রুপের সভাপতি হিসেবে সিভিল টেকনোলজির পলাশ তালুকদার এবং সাধারণ সম্পাদক হিসেবে ইলেকট্রিক্যাল টেকনোলজির মেজবাউল করিমকে নির্বাচিত করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়