রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৬ জুন ২০২৪, ০০:০০

স্মার্ট বাংলাদেশ ও সর্বজনীন পেনশন বিষয়ে আলোচনা ও মতবিনিময়

অনলাইন ডেস্ক
স্মার্ট বাংলাদেশ ও সর্বজনীন পেনশন বিষয়ে আলোচনা ও মতবিনিময়

চাঁদপুর জেলা তথ্য অফিসের উদ্যোগে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ, ২০২৩-২৪)’র আওতায় ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের করণীয় ও সর্বজনীন পেনশন স্কিম’ বিষয়ে ১২ জুন বিকেল ৪টায় চাঁদপুর জাতীয় মহিলা সংস্থা প্রশিক্ষণ কেন্দ্রে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন প্রদান করেন জেলা তথ্য অফিসার তপন চন্দ্র বেপারী। চাঁদপুর মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাছিমা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইমরান শাহরিয়ার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে আরও বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাব সভাপতি শাহাদাত হোসেন শান্ত প্রমুখ। আলোচনা ও মতবিনিময় সভায় ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের করণীয় ও সর্বজনীন পেনশন স্কিম’ বিষয়ে বক্তাগণ বিস্তারিত আলোকপাত করেন। এছাড়া মাননীয় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ- পল্লী সঞ্চয় ব্যাংকের কার্যক্রম, আশ্রয়ন প্রকল্প, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়তা কর্মসূচি, নারীর ক্ষমতায়ন, ঘরে ঘরে বিদ্যুৎ, কমিউনিটি ক্লিনিক ও মানসিক স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা কর্মসূচী, বিনিয়োগ বিকাশ, পরিবেশ সুরক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে সরকারের অর্জিত সাফল্য ও উন্নয়ন পরিকল্পনা, বাল্যবিবাহ ও সন্ত্রাস প্রতিরোধ, তথ্য প্রযুক্তির যথাযথ ব্যবহারসহ নারী শিক্ষাকে অগ্রাধিকার দেয়া ও জেন্ডার সমতা বিষয়ে উদ্বুদ্ধকরণ বক্তব্য প্রদান করা হয়।

আলোচনা ও মতবিনিময় সভায় বিভিন্ন শ্রেণী ও পেশার দুই শতাধিক নারী উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়