প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৪, ০০:০০
নায়েরগাঁও বাজারে বিএনপির মশাল মিছিল
স্টাফ রিপোর্টার ॥
৭ জানুয়ারির নির্বাচন বর্জন এবং ভোটারদের ভোট কেন্দ্রে না যাওয়ার আহ্বান জানিয়ে মশাল মিছিল করেছে বিএনপি। চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক তানভীর হুদার নেতৃত্বে চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) এলাকার নায়েরগাঁও বাজারে এ বিশাল মশাল মিছিল বের করা হয়। মিছিলে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতা-কর্মী এবং সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।