প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৫, ২৩:২৩
শাহতলী কামিল মাদরাসায় শিক্ষকদের সাথে মতবিনিময় সভা
চাঁদপুর সদর উপজেলার শত বছরের ঐতিহ্যবাহী শাহতলী কামিল মাদরাসায় শিক্ষার মানউন্নয়ন ও সম-সাময়িক বিষয় নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি ২০২৫) দুপুর ১টায় মাদরাসার সভাকক্ষে মাদরাসা অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদরাসার এডহক কমিটির দাতা সদস্য ও চাঁদপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।অনুষ্ঠানের প্রধান অতিথি মাদরাসার এডহক কমিটির দাতা সদস্য সাংবাদিক সোহেল রুশদী তার বক্তব্যে বলেন, আমি শুরুতেই জুলাই-আগস্ট গণ-অভ্যুথানে নিহত শহীদদের রুহের মাগফিরাত কামনা করছি। যারা আহত হয়েছে তাদের দ্রুত সুস্থতা কামনা করছি। এ মাদরাসাটি একটি ঐতিহ্যবাহী ও প্রাচীনতম ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান। ১৯০১ সালে মাদ্রাসাটি মরহুম ছমিউদ্দিন কারী সাহেবের মাধ্যমে প্রতিষ্ঠা লাভ করে এবং ১৯৬৬ সালে শিক্ষাবিদ মরহুম এটি আহমেদ হোসেন রুশদী সাহেব কামিল প্রতিষ্ঠা করেন । এ মাদরাসা থেকে অনেক আলেম ওলামা তৈরি হয়েছে। উক্ত মাদরাসার সারাদেশে একটা সুনাম রয়েছে ।
এ সময় তিনি বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের নিদেশনা ও পরিপত্র অনুযায়ী কাজ করতে হবে । চাঁদপুর জেলা প্রশাসকের নেতৃত্বে জেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলো ভালোভাবে চলছে এবং শিক্ষা প্রতিষ্ঠানের শৃংখলা ফিরে এসেছে । আপনারা পাঠদানের প্রতি খেয়াল রাখবেন। শিক্ষকদের আগমন ও প্রস্থান নিশ্চিত করতে হবে । শিক্ষাথীদের শতভাগ উপস্থিতি নিশ্চিত করতে হবে । কোনো শিক্ষার্থী যাতে ঝরে না পড়ে সেদিকে বেশি নজর দিতে হবে । শিক্ষার্থীদের লেখাপড়া করতে কিংবা আর্থিক সমস্যা হলে আমি দেখবো । শিক্ষা উপকরণের প্রয়োজন হলে সেটাও আমি সহযোগিতা করবো । প্রতিবছর ভালো ও সাফল্যজনক ফলাফল অর্জন করে অাসছে প্রতিষ্ঠানটি ।মতবিনিময় সভায় অংশ নেন শাহতলী কামিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইয়াছিন মিয়া, প্রধান মুহাদ্দিস মাওলানা আখতার হোসাইন, ২য় মুহাদ্দিস মাওলানা ইব্রাহিম খলিল, সহকারী অধাপক মো. কামাল হোসেন, সহকারী অধ্যাপক মাওলানা এমদাদ উল্ল্যাহ, সহকারী অধ্যাপক মোহাম্মদুল্লা, সহকারী অধ্যাপক মো. বেলায়েত হোসেন মিজি, প্রভাষক মাওলানা এ এন এম হেলাল উদ্দিন, প্রভাষক মাওলানা নাজির হোসাইন, সিনিয়র শিক্ষক মাওলানা মিজানুর রহমান, সহকারী শিক্ষক মাওলানা বাহাউদ্দিন, সহকারী শিক্ষক মাওলানা আব্দুল হালিম গাজী, সহকারী শিক্ষক হাফেজ জাহাঙ্গীর, সহকারী শিক্ষক মো. হাবিবুর রহমান, কম্পিউটার শিক্ষক আনিসুর রহমান, শরীরচর্চা শিক্ষক শরীফ হাওলাদার, ইবতেদায়ী প্রধান শরীফ মো. মোস্তফা খান, সহকারী শিক্ষক আনিসুর রহমান, হিসাব রক্ষক মো. শরীফুর রহমান খান, অফিস সহকারী রিয়াদ মিজি, অফিস সহকারি মো. শরীফ খান সহ অন্যরা।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন। তিনি বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করেন।