প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৫, ২১:৫৩
মতলব উত্তরে এসইএল মডেল একাডেমিতে বার্ষিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
আলোকিত মানুষ গড়তে উন্নত শিক্ষার বিকল্প নেই
-----ইঞ্জি. মোহাম্মদ আব্দুল আউয়াল
মতলব উত্তর উপজেলার চান্দ্রাকান্দি এসইএল মডেল একাডেমির বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, ষষ্ঠ শ্রেণির নবীনবরণ ও মেধাবৃত্তি পুরস্কার-২০২৪ প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি ২০২৫) দুপুরে স্কুল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা দেন এসইএল মডেল একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি, দি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স লিমিটেডের এমডি ইঞ্জি. মোহাম্মদ আব্দুল আউয়াল।
|আরো খবর
প্রধান অতিথি ইঞ্জি. আব্দুল আউয়াল বলেন, একজন আলোকিত মানুষ গড়তে উন্নত শিক্ষার বিকল্প নেই। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো একজন ভালো মানুষ হিসেবে গড়ে ওঠা। যাতে এসইএল মডেল একাডেমি প্রতিশ্রুতি দেয়। কারণ, এই প্রতিষ্ঠানটি গড়ে উঠেছে ভালো মানুষ হিসেবে শিশুদেরকে গড়ে তোলার জন্যে।
তিনি আরো বলেন, ছেলে-মেয়েদের মাঝে আদর্শ ছড়িয়ে দিতে হবে, মিথ্যা কথা বলা বন্ধ করতে হবে। তাদের সামনে এমন কিছু করা যাবে না যাতে খারাপ কিছু শিখে। প্রতিটি শিশুর মেধা পরিচ্ছন্ন। তাই তাদের সামনে ভালো কিছু করতে হবে যাতে তারা ভালোটাই শিখে। তাদেরকে ভালো মানুষ হতে সহায়তা করতে হবে।
ইঞ্জি. আব্দুল আউয়াল আরও বলেন, যার বাড়ি যেখানেই হোক না কেনো, বাংলাদেশী হিসেবে সবারই দায়িত্ব আছে সমাজ বিনির্মাণে কাজ করা। তাই আমি অনুরোধ করবো সকলেই সকলের জায়গায় থেকে সমাজ আলোকিত করতে এগিয়ে আসবেন।