শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৫, ২৩:১৮

দোয়া বান্দার মুখাপেক্ষিতার প্রকাশ ঘটায়

------ছারছীনার পীর ছাহেব

অনলাইন ডেস্ক
দোয়া বান্দার মুখাপেক্ষিতার প্রকাশ ঘটায়

আমীরে হিযবুল্লাহ ছারছীনা শরীফের পীর ছাহেব আলহাজ্ব হযরত মাওলানা মুফতি শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হুসাইন (মা.জি.আ.) বলেছেন, মানব জীবনের যত ইবাদত আছে তন্মধ্যে দোয়া অন্যতম । এ সময় বান্দা আল্লাহ ছাড়া সব কিছু থেকে মুখ ফিরিয়ে সকল উপায়-উপকরণকে পিছে ঠেলে একমাত্র দয়াময় প্রতিপালকের দিকে রুজু হয়। একজন মুমিন কখনো দোয়াবিমুখ হতে পারে না। বান্দা ও স্রষ্টার গভীর বন্ধন দোয়া। সৃষ্টির মধ্যে আল্লাহকে যে যত বেশি চিনতে পারে সে তত বেশি প্রার্থনাকারী হয়। দোয়া বান্দার মুখাপেক্ষিতার প্রকাশ ঘটায়। আমাদের পূর্ব পুরুষগণ সর্বাবস্থায় দোয়ায় মগ্ন থাকতেন। কিন্তু দুঃখজনক হলেও বর্তমানে একদল লোক বের হয়েছে, তারা আমাদেরকে দােয়াবিমুখ করার জন্যে উঠেপড়ে লেগেছে। তাদের থেকে সকল মুসলমানকে সাবধান ও সতর্ক থাকতে হবে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি ২০২৫) বরিশাল জেলার হিজলা উপজেলাধীন সরকারি সংহতি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে ছারছীনা শরীফের মরহুম পীর ছাহেব কেবলা বাহরে শরীয়ত, মুজাদ্দিদে যামান, কুতুবুল আলম আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ মোহাম্মদ মোহেব্বুল্লাহ (রহঃ)-এঁর স্মরণে ঈছালে ছাওয়াব ও ওয়াজ মাহফিলে প্রধান অতিথির আলোচনায় হযরত পীর ছাহেব কেবলা এ কথা বলেন।

মাহফিলে অন্যান্যের মধ্যে আরও আলোচনা করেন বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর সিনিয়র নায়েবে আমীর আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ আবু বকর মোহাম্মদ ছালেহ নেছারুল্লাহ, সাংগঠনিক সম্পাদক মাওলানা মোঃ হেমায়েত বিন তৈয়্যব, ছারছীনা দারুচ্ছুন্নাত জামেয়া-এ-নেছারিয়া দ্বীনিয়ার মুফতি মাওলানা মো. হায়দার হুসাইন, ছারছীনা আলিয়া মাদ্রাসার মুহাদ্দিস হাফেজ মাওলানা মো. বোরহান উদ্দীন ছালেহী। পরিশেষে হযরত পীর ছাহেব কেবলা দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সার্বিক কল্যাণ ও শান্তি কামনা করে এবং বিশেষ করে এলাকার কবরবাসীদের জন্যে রুহের মাগফিরাত কামনা করে আখেরি মোনাজাত পরিচালনা করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়