শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৫, ২০:৩০

চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নবাগত সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে দায়িত্ব হস্তান্তর

আদালত প্রতিবেদক ॥
চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নবাগত সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে দায়িত্ব হস্তান্তর
চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নবাগত সভাপতি অ্যাড. বাবর বেপারী ও সাধারণ সম্পাদক অ্যাড. জসিম উদ্দিন (মেহেদী হাসান)কে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন সিনিয়র আইনজীবীসহ অন্য আইনজীবীরা।

চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়েছে। নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে এই দায়িত্ব হস্তান্তর করা হয়। এ সময় নবাগত সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কার্যকরী কমিটিকে আইনজীবীরা ফুল দিয়ে বরণ করে নেন।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি ২০২৫) সকালে জেলা আইনজীবী সমিতি ভবনের দ্বিতীয় তলায় দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়। সমিতির নবাগত সভাপতি অ্যাড. বাবর বেপারীকে বিদায়ী সভাপতি অ্যাড. এএনএম মাইনুল ইসলাম ও সাধারণ সম্পাদক অ্যাড. জসিম উদ্দিনকে (মেহেদী হাসান) বিদায়ী যুগ্ম সম্পাদক অ্যাড. শরীফ মাহমুদ সায়েমসহ বিদায়ী কার্যকরী কমিটির সদস্যরা নবাগতদের কাছে তাদের দায়িত্ব বুঝিয়ে দেন।

এ সময় উপস্থিত ছিলেন সমিতির সাবেক সভাপতি অ্যাড. সেলিম আকবর, অ্যাড. আহছান হাবীব, জেলা জজ আদালতের পিপি অ্যাড. কুহিনুর বেগম, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চাঁদপুর জেলা শাখার সভাপতি অ্যাড. শরীফ মাহমুদ ফেরদৌস শাহীন, সাধারণ সম্পাদক এজেডএম রফিকুল হাসান রীপন, সিনিয়র আইনজীবী ও ইসলামিক ল'ইয়ার্স কাউন্সিলের সাধারণ সম্পাদক অ্যাড. শেখ আবুল খায়ের মো. সালেহ, সাবেক পিপি অ্যাড. আমানুল্লাহ, সিনিয়র আইনজীবী অ্যাড. রেহানা ইয়াসমিন কচি, অ্যাড. সুপ্তা, অ্যাড. এমরান হোসেন, অ্যাড. নুরুল আমিন খান আকাশ, অ্যাড. হুমায়ুন কবির, অ্যাড. আলম খান মঞ্জু, অ্যাড. ইয়াসিন আরাফাত ইকরামসহ সিনিয়র আইনজীবী ও নবাগত কার্যকরী কমিটির সদস্যরা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়