প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৫, ২১:৪৯
দৈনিক ইলশেপাড়ের প্রতিনিধি সভা
প্রতিযোগিতার বাজারে টিকে থাকতে হলে আরো দায়িত্বশীল হতে হবে
দৈনিক ইলশেপাড় পত্রিকার উপজেলা প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২৩ জানুয়ারি ২০২৫) চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে জেলার সকল উপজেলার ব্যুরো ইনচার্জ ও প্রতিনিধিদের নিয়ে দিনব্যাপী অনুষ্ঠিত এই উপজেলা প্রতিনিধি সভায় সভাপতিত্ব করেন দৈনিক ইলশেপাড়ের প্রধান সম্পাদক মাহবুবুর রহমান সুমন। তিনি তাঁর বক্তব্যে বলেন, ইলশেপাড়ের সাথে জড়িত সকল প্রতিনিধি খুবই দক্ষ। পত্রিকা টিকিয়ে রাখতে নিউজ, বিজ্ঞাপন ও সমন্বয় খুবই প্রয়োজন। ঐক্যবদ্ধ থাকলে অনেক কঠিন কাজও সহজ হয়ে যায়। ইলশেপাড়ের সুখে-দুঃখে আপনারা সবসময় পাশে থেকে সহযোগিতা অব্যাহত রাখায় আজ ইলশেপাড় পত্রিকাটি পাঠকপ্রিয়তার শীর্ষে অবস্থান করছে। আগামিতেও সহযোগিতা অব্যাহত রাখলে ইলশেপাড় সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রাখতে পারবে। আগামির পথচলায় তিনি সবার সহযোগিতা কামনা করেন। এজন্যে তিনি প্রতিযোগিতার বাজারে টিকে থাকতে সকল প্রতিনিধিকে আরো দায়িত্বশীল হওয়ার পরামর্শ প্রদান করেন এবং বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করেন। তিনি আরো বলেন, আমরা চেষ্টা করি ইলশেপাড়ের কোনো প্রতিনিধি বিপদে পড়লে পাশে থাকার। আপনারা দিনের নিউজ দিনে পাঠাবেন।
প্রতিনিধি সভায় আমন্ত্রিত অতিথির বক্তব্যে চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশা বলেন, অমি চাঁদপুর প্রবাহের বাইরে কোনো পত্রিকা অফিসে যাতায়াত করছি, সেটা শুধু ইলশেপাড় পত্রিকায়। চাঁদপুর প্রেসক্লাবের ইতিহাসে একই পত্রিকার দুজন একসাথে সভাপতি/সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেনি। ২০২৪ সালের ইলশেপাড় পত্রিকা থেকে সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। এটাও একটা ইতিহাস। আপনাদের যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে। তিনি আরো বলেন, পত্রিকা এখন অনলাইন ভিত্তিক হয়ে যাচ্ছে। নিজেরা নিজেদের সমালোচনা থেকে বিরত থাকতে হবে। পত্রিকার আয় কীভাবে বাড়ানো যায় সে চেষ্টা করতে হবে। প্রতিনিধি সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহাদাত হোসেন শান্ত, সাধারণ সম্পাদক কাদের পলাশ, সৌদি প্রবাসী সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন (লিটন)।
বিভিন্ন উপজেলার প্রতিনিধিরা তাদের বক্তব্যে বলেন, তারা ইলশেপাড়ের সুখে-দুঃখে কাজ করতে আগ্রহী। তারা পত্রিকার প্রকাশনা সম্পর্কে নানা পরামর্শ দেন এবং দ্রুত বর্তমান অবস্থা উত্তরণের আহ্বান জানান। সভায়
পত্রিকার সহ-সম্পাদক মো. মনির হোসেন, বার্তা সম্পাদক এসএম সোহেল, হাজীগঞ্জ ব্যুরো ইনচার্জ মোহাম্মদ হাবিব উল্যাহ, শাহরাস্তি ব্যুরো ইনচার্জ নোমান হোসেন আখন্দ বক্তব্য রাখেন।
উপস্থিত ছিলেন সৌদি আরবের সাংবাদিক সোহেল আলম হাজী, সাবেক যুগ্ম-বার্তা সম্পাদক রেজাউল করিম, স্টাফ রিপোর্টার সজীব খান, ডিকে সোলায়মান, নূরে আলম, মাজহারুল করিম সুমন, আল-আমিন ছৈয়াল, বিধান দাস, হাইমচর উপজেলা প্রতিনিধি সাহেদ হোসেন দিপু, সৌদি আরব প্রতিনিধি সাগর চৌধুরী, ফরিদগঞ্জ প্রতিনিধি মো. মশিউর রহমান, আবু তালেব সরদার, মো. মনির হোসেন, রুহুল আমিন খান স্বপন, শাহরাস্তি উপজেলা প্রতিনিধি রাফিউ হাসান হামজা, মতলব দক্ষিণ প্রতিনিধি সফিকুল ইসলাম রিংকু, অফিস সহকারী মো. মোবারক।