শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৫, ২১:৫১

ডিএন হাই স্কুলের বার্ষিক ক্রীড়া

বাদল মজুমদার ॥ '
ডিএন হাই স্কুলের বার্ষিক ক্রীড়া

আমার প্রতিষ্ঠান আমার ভালোবাসা' এই প্রতিপাদ্যকে ধারণ করে ডিএন (দ্বারকানাথ) হাইস্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও মা-বাবার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি ২০২৫) সকাল সাড়ে এগারোটায় বিদ্যালয় মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন ম্যানেজিং কমিটির সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. এরশাদ উদ্দিন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন। তিনি বলেন, দ্বারকানাথ (ডিএন) হাইস্কুলের শিক্ষার্থীদের ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে যেই আয়োজন করা হয়েছে তা খুবই সুন্দর। শিক্ষার্থীরা বিভিন্ন স্টল তৈরি করেছে। স্টলগুলোতে বিজ্ঞান ভিত্তিক কারিকুলাম দেখিয়ে বেশ ভালো লেখাপড়ার পাশাপাশি বেসিক নলেজের বিষয়টি রয়েছে। এছাড়া পিতামাতার প্রতি শ্রদ্ধা--এটা খুবই প্রয়োজন, এই বিষয়টার জন্যে আয়োজকদের ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ, দাতা সদস্য ও পেশাজীবী পরিষদ চাঁদপুর জেলা শাখার সভাপতি ডা. মোবারক হোসেন চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াউল হক মিলন প্রমুখ। সঞ্চালনায় ছিলেন অষ্টম শ্রেণির শিক্ষার্থী রাফসান মাহাবুব ও মো. তাসফিক ইসলাম। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হোসেন এমএ, এমএড। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুজিত চক্রবর্তী, পারভীন সুলতানা, উত্তম কুমার দাস, আমিনুল ইসলাম, শাহ আলম মিয়া, মামুন হাসান, কৃষ্ণা, জান্নাতুল ফেরদৌস তুলি, উম্মে হাবিবা দোলন ও আজিজুর রহমান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়