শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৫, ২৩:২৪

টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড সাবজেক্ট র‍্যাংকিং ২০২৫-এ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ল্যান্ডমার্ক

প্রেস বিজ্ঞপ্তি।
টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড সাবজেক্ট র‍্যাংকিং ২০২৫-এ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ল্যান্ডমার্ক

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি প্রথমবারের মতো বিষয় অনুসারে মর্যাদাপূর্ণ টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাংকিং ২০২৫-এ অবস্থান অর্জন করে একটি অসাধারণ মাইলফলক অর্জন করেছে। এবারের র‌্যাংকিং নিম্নলিখিত বিষয়গুলোর ক্ষেত্রে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বৈশ্বিক শ্রেষ্ঠত্বকে প্রভাবান্বিত করে। সাবজেক্ট এরিয়া র‌্যাংকড বিশ্বব্যাপী বাংলাদেশের অবস্থান চিকিৎসা ও স্বাস্থ্য ৩০১-৪০০ প্রথম, সামাজিক বিজ্ঞান ৪০১-৫০০ প্রথম, ইঞ্জিনিয়ারিং ৬০১-৮০০ যৌথভাবে প্রথম,

কম্পিউটার সায়েন্স ৬০১-৮০০ যৌথভাবে দ্বিতীয়। এই অসাধারণ অর্জনটি অতুলনীয় গবেষণা অবদানের (গবেষণার ফলাফলের পরিমাণ এবং গুণমান উভয়ই) এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিভিন্ন বিষয়ের ক্রমবর্ধমান একাডেমিক খ্যাতির একটি সাক্ষ্য, যার মধ্যে রয়েছে : ফার্মেসি, জনস্বাস্থ্য, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, উন্নয়ন অধ্যয়ন এবং সাংবাদিকতা, মিডিয়া এবং যোগাযোগ।

সাম্প্রতিক বছরগুলোতে, এই বিভাগগুলো প্রধানত গবেষণা এবং প্রকাশনা, আন্তর্জাতিক গবেষণা সহযোগিতা ও নেটওয়ার্কিং এবং বিভাগে অনুকূল গবেষণা পরিবেশ তৈরিতে টেকসই শ্রেষ্ঠত্ব প্রদর্শন করেছে। ডিআইইউ ব্যবস্থাপনা তার নিবেদিত শিক্ষক, গবেষক, আন্তর্জাতিক সহযোগী, কর্মচারী, ছাত্র, প্রাক্তন ছাত্র এবং শিল্প অংশীদারদের প্রতি তাদের অটুট প্রতিশ্রুতি এবং এই বিশাল অর্জনকে সম্ভব করার জন্যে সহায়তার জন্যে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে। এই স্বীকৃতি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জন্যে উচ্চশিক্ষায় নেতৃত্ব দেওয়ার আরও সুযোগ তৈরি করে এবং বিশ্বমানের শিক্ষা প্রদানকারী হিসেবে এর শিক্ষা ও গবেষণার ফলাফলের অগ্রগতির জন্য এর উৎসর্গীকরণ।

হ্যাশ ট্যাগ : #THEUniRankings

জেনেরিক সাবজেক্ট র‍্যাংকিং লিঙ্ক : https://www.timeshighereducation.com/brand-guidelines/subject-rankings

চিকিৎসা ও স্বাস্থ্য : https://www.timeshighereducation.com/world-university-rankings/2025/subject-ranking/clinical-pre-clinical-health

কম্পিউটার বিজ্ঞান : https://www.timeshighereducation.com/world-university-rankings/2025/subject-ranking/computer-science

ইঞ্জিনিয়ারিং : https://www.timeshighereducation.com/world-university-rankings/2025/subject-ranking/engineering

সামাজিক বিজ্ঞান : https://www.timeshighereducation.com/world-university-rankings/2025/subject-ranking/social-sciences

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়