প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৫, ০১:২৮
ড. আফিয়া সিদ্দিকীর মুক্তি: গুজব নাকি বাস্তবতা?
সামাজিক যোগাযোগমাধ্যমে ড. আফিয়া সিদ্দিকীর মুক্তি সংক্রান্ত খবর ছড়িয়ে পড়েছে। অনেকে দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের কারাগার থেকে মুক্তি পেয়ে তিনি স্বদেশে ফিরে এসেছেন। তবে এই খবরটি যাচাই করে জানা গেছে, এটি সম্পূর্ণ ভিত্তিহীন। ড. আফিয়া সিদ্দিকী এখনো যুক্তরাষ্ট্রের কারাগারে বন্দি আছেন।
|আরো খবর
কীভাবে গুজব ছড়াল? গুজবের সূত্রপাত হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। কোনো নির্ভরযোগ্য সূত্র ছাড়াই একটি পোস্টে দাবি করা হয়, ড. আফিয়া সিদ্দিকী মুক্তি পেয়েছেন। পোস্টটি দ্রুত ভাইরাল হয়ে যায়। বহু মানুষ এটি শেয়ার করেন এবং নিজেদের মতামত দেন।
সত্যতা যাচাইয়ের ফলাফল: তথ্য যাচাইকারী প্রতিষ্ঠানগুলো জানিয়েছে, ড. আফিয়া সিদ্দিকী মুক্তি পেয়েছেন—এমন কোনো খবর সঠিক নয়। তার আইনজীবী ক্লাইভ স্ট্যাফোর্ড স্মিথ এবং পরিবারের পক্ষ থেকেও কোনো আনুষ্ঠানিক বিবৃতি আসেনি। বরং জানা গেছে, তিনি এখনও যুক্তরাষ্ট্রের কারাগারে রয়েছেন।
কেন গুরুত্বপূর্ণ ড. আফিয়া সিদ্দিকী? ড. আফিয়া সিদ্দিকী পাকিস্তানের একজন নিউরোসায়েন্টিস্ট, যিনি যুক্তরাষ্ট্রে সন্ত্রাসবাদের অভিযোগে দণ্ডিত। তাকে ৮৬ বছরের কারাদণ্ড দেওয়া হয়। বহু বছর ধরে তার মুক্তির দাবিতে পাকিস্তানসহ বিভিন্ন দেশে আন্দোলন হয়েছে।
আইনজীবীর আবেদন: ড. আফিয়া সিদ্দিকীর আইনজীবী বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে তার মুক্তির আবেদন করেছিলেন। তবে এখন পর্যন্ত কোনো ইতিবাচক সাড়া পাওয়া যায়নি।
জনগণের করণীয়: সামাজিক যোগাযোগমাধ্যমে যে কোনো তথ্য শেয়ার করার আগে তার সত্যতা যাচাই করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের গুজব না শুধুমাত্র বিভ্রান্তি সৃষ্টি করে, বরং সত্যিকারের খবর থেকে মনোযোগ সরিয়ে নেয়।
উপসংহার: ড. আফিয়া সিদ্দিকীর মুক্তি সংক্রান্ত গুজব সম্পূর্ণ ভিত্তিহীন। তিনি এখনো যুক্তরাষ্ট্রের কারাগারে বন্দি। জনসাধারণকে অনুরোধ করা হচ্ছে, সত্যতা যাচাই না করে কোনো তথ্য শেয়ার করা থেকে বিরত থাকার জন্য।
ডিসিকে/এমজেডএইচ