প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৫, ২১:৪৫
সংখ্যানুপাতিক নির্বাচন হলেই ভোটারদের মূল্যায়ন হবে
-----শেখ মোহাম্মদ জয়নাল আবেদীন
ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সভাপতি শেখ মোহাম্মদ জয়নাল আবেদীন বলেছেন, ৫ অাগস্ট তৈরি হয়েছে বিগত ৫৩ বছরের রাজনৈতিক অব্যবস্থার বিরুদ্ধে নতুন একটি রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করার লক্ষ্যে। যেখানে দল মত ধর্ম নির্বিশেষে সকল নাগরিকের অধিকার সুরক্ষিত হবে। মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারবে, তাদের মৌলিক অধিকার ফিরে পাবে, স্বাধীনভাবে ব্যবসা বাণিজ্যসহ সকল কর্মকাণ্ড পরিচালনা করতে পারবে। যেখানে কোনো দলীয় প্রভাব থাকবে না ।রাজনৈতিক দুর্বৃত্তায়ন, চাঁদাবাজি, টেন্ডারবাজিসহ কোনো প্রকার হয়রানিমূলক ব্যবস্থা থাকবে না। অন্তর্বর্তীকালীন সরকার দেশে শান্তি ও স্থিতিশীলতা বজায় রেখে নির্বাচনের জন্যে একটি লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করবে। জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে, জনগণের সরকার দেশে প্রতিষ্ঠিত হবে--এটাই আমাদের প্রত্যাশা।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি ২০২৫) বিকেলে হাজীগঞ্জ উপজেলার ৪নং কালচোঁ দক্ষিণ ইউনিয়নের উদ্যোগে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। তিনি আরো বলেন, চলমান নির্বাচন ব্যবস্থা যেহেতু মানুষকে শান্তি ও নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে, রাজনৈতিক দলগুলোকে চরিত্রবান বানাতে পারেনি, স্বৈরাচারী মনোভাব এবং রাজনৈতিক দলগুলোকে সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত করতে পারেনি, তাই আগামী নির্বাচনের পূর্বে অবশ্যই নির্বাচন ব্যবস্থার সংস্কার করতে হবে। নির্বাচন ব্যবস্থার সংস্কার হলে এমনিতেই কালো টাকা, পেশীশক্তি, মনোনয়ন বাণিজ্যসহ সকল প্রকার নির্বাচনকেন্দ্রিক অপতৎপরতা বন্ধ হয়ে যাবে। তাই আগামী নির্বাচনে সংখ্যানুপাতিক (পিআর) নির্বাচন পদ্ধতি প্রবর্তন হলেই তা সম্ভব । শাখা সভাপতি মাওলানা শাহাদাত হোসাইনের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলার সাংগঠনিক সম্পাদক মো. শাহজামাল গাজী সোহাগ। বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মীর মোশারফ হোসেন, মুফতি আনোয়ার হোসাইন, সভাপতি জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ হাজীগঞ্জ উপজেলা শাখা, ডাক্তার মাওলানা মো. নেছার উদ্দিন, এসিস্ট্যান্ট সেক্রেটারি ইসলামী আন্দোলন বাংলাদেশ হাজীগঞ্জ উপজেলা শাখাসহ স্থানীয় নেতৃবৃন্দ।