বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৫, ০৩:৫৯

সিঙ্গাপুরের ফাঁসিতে এস আলম?

মো. জাকির হোসেন
সিঙ্গাপুরের ফাঁসিতে এস আলম?
ছবি : প্রতীকী

বাংলাদেশের ব্যাংক খাতে প্রায় দেড় লাখ কোটি টাকা লুটপাটের অভিযোগে অভিযুক্ত এস আলম, বর্তমানে সিঙ্গাপুরে অবস্থান করছেন। সিঙ্গাপুরের নাগরিকত্ব গ্রহণের পর, তার বিরুদ্ধে বাংলাদেশ ও আন্তর্জাতিক পর্যায়ে তদন্ত চলছে। এই ঘটনায় তার বিরুদ্ধে সিঙ্গাপুরে মামলার প্রেক্ষিতেও শাস্তির সম্ভাবনা নিয়ে নানা আলোচনা চলছে।

বিশেষজ্ঞরা মন্তব্য করেছেন যে, সিঙ্গাপুরের আইন অনুযায়ী অর্থনৈতিক অপরাধে মৃত্যুদণ্ডের শাস্তি হতে পারে। তবে, এস আলমের বিরুদ্ধে সিঙ্গাপুরে কোনো আনুষ্ঠানিক অভিযোগ বা বিচার প্রক্রিয়া শুরু হয়েছে কিনা, সে সম্পর্কে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। তবে, সিঙ্গাপুরে অর্থনৈতিক অপরাধের ক্ষেত্রে কঠোর শাস্তির বিধান রয়েছে, এবং এটি সংশ্লিষ্ট দেশগুলোর নজরে রয়েছে।

এস আলম ও তার পরিবারের সদস্যরা ২০২২ সালের ১০ অক্টোবর বাংলাদেশি পাসপোর্ট প্রত্যাহার করে সিঙ্গাপুরের নাগরিকত্ব গ্রহণ করেন এবং সেখানকার স্থায়ী বসবাসের অনুমোদনও পেয়েছেন। সিঙ্গাপুরের আর্থিক গোয়েন্দা সংস্থা (বিএফআইইউ) এস আলম গ্রুপ এবং তার মালিকদের দেশে ও বিদেশে থাকা সম্পদের বিস্তারিত তথ্য সংগ্রহের জন্য তদন্ত শুরু করেছে।

বাংলাদেশের ব্যাংক খাতের বিপুল অঙ্কের টাকা পাচার করার অভিযোগে এস আলমের বিরুদ্ধে বিভিন্ন আন্তর্জাতিক তদন্ত সংস্থা তদন্ত চালিয়ে যাচ্ছে। তার বিরুদ্ধে অপরাধের অভিযোগ রয়েছে, তবে সিঙ্গাপুরের আইনে এই ধরনের দুর্নীতির শাস্তি মৃত্যুদণ্ড হতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

এদিকে, এস আলমের বিরুদ্ধে সিঙ্গাপুরে এখন পর্যন্ত কোনো আদালত বা বিচার কার্যক্রম শুরু হয়নি, তবে সংশ্লিষ্ট তথ্যের ভিত্তিতে তার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার আশঙ্কা রয়েছে।

এখনো পর্যন্ত এই ব্যাপারে কোনো নির্ভরযোগ্য ও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি, তবে বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে।

সূত্র: Daily Janakantha, The Daily Star

(এই প্রতিবেদনটি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যমের সূত্রে প্রস্তুত করা হয়েছে।)

ডিসিকে/এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়