প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৫, ০২:৩৫
নিশ্চিন্ত ঘুম
নিশ্চিন্ত ঘুম
বিশাল বৃক্ষের ছায়া তলে,
দরিদ্র নারীর শান্তি জলে।
নেই তো চাওয়া অট্টালিকা,
মাটির বুকে, প্রকৃতির কোলে,
স্বপ্ন দেখে মনে দোলে।
নেই দুশ্চিন্তা, নেই কোলাহল,
আকাশ জানে, জমিন বোঝে,
শান্তি লুকায় সরলতাতে যে।
বিলাসী মানুষ খুঁজে সুখ,
বিশাল বৃক্ষের ছায়া তলে,
দরিদ্র নারীর শান্তি জলে।
নেই তো চাওয়া অট্টালিকা,
মাটির বুকে, প্রকৃতির কোলে,
স্বপ্ন দেখে মনে দোলে।
নেই দুশ্চিন্তা, নেই কোলাহল,
আকাশ জানে, জমিন বোঝে,
শান্তি লুকায় সরলতাতে যে।
বিলাসী মানুষ খুঁজে সুখ,
এই নারী তবু জীবনে ধন্য,
মাটির কাছাকাছি, প্রকৃতির সন্তান।
চোখে তার অমলিন ঘুম,
শান্তি লুকায় কোথায় জানো?
জীবনের সরলতায়, সহজ গানে।
বৃক্ষ, বাতাস, আর মাটির ছোঁয়া,
এই নারী তবু জীবনে ধন্য,
মাটির কাছাকাছি, প্রকৃতির সন্তান।
চোখে তার অমলিন ঘুম,
ডিসিকে/এমজেডএইচ