শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৫, ২৩:২৬

জনবল সংকটে শাহরাস্তি প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়।। ভোগান্তিতে জনগণ

মো. মঈনুল ইসলাম কাজল
জনবল সংকটে শাহরাস্তি প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়।। ভোগান্তিতে জনগণ

শাহরাস্তি উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়টি জনবল সংকটের কারণে প্রায় সময়ই ফাঁকা থাকতে দেখা যায়। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি ২০২৫) সকালে উপজেলা সদরে অবস্থিত প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়ে গিয়ে দেখা যায়, কম্পাউন্ডার মো. ইসমাইল হোসেন একাই চিকিৎসা দিচ্ছেন। এ সময় তার কাছে জানতে চাইলে তিনি জানান, প্রাণিসম্পদ কর্মকর্তা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে মিটিংয়ে রয়েছেন। কিছুক্ষণ পর প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মাকসুদ আলম অফিসে এসে জানান, তার কার্যালয়ে ১১জন কর্মকর্তা-কর্মচারী থাকার কথা থাকলেও মাত্র ৩জন দিয়ে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এতে তাদের হিমশিম খেতে হয়।

তিনি আরও জানান, উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তার ৫ টি পদ খালি রয়েছে। এছাড়াও অফিস সহকারী ও অফিস সহায়ক একজনও নেই। জরুরি প্রয়োজন ও অফিস ঝাড়ু দেয়ার কাজটিও নিজেদের করতে হচ্ছে। দীর্ঘদিন ধরেই চলছে জনবল সংকট। বারবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হলেও সংকটের সুরাহা হয়নি।

এদিকে জনবল সংকটের কারণে গবাদি পশু নিয়ে বিপাকে পড়েছে সাধারণ জনগণ। চিকিৎসা নিতে আসা অনেকেই জানান, তারা যথাসময়ে চিকিৎসা সেবা না পেয়ে ভোগান্তিতে পড়েছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়