শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৫, ১৯:১৬

নিখোঁজের চারদিন পর শিশু শিক্ষার্থীর লাশ উদ্ধার।। আটক ২

এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ

রেদওয়ান আহমেদ জাকির/ মুহম্মদ আরিফ বিল্লাহ
নিখোঁজের চারদিন পর শিশু শিক্ষার্থীর লাশ উদ্ধার।। আটক ২
মতলব দক্ষিণে উদ্ধারকৃত শিশু আদিবার লাশ খড়ের গাদায়, ইনসেটে শিশু আদিবা।

মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও উত্তর ইউনিয়নের পাঁচদোনা গ্রামে নিখোঁজের ৪ দিন পর বৃহস্পতিবার (২৩ জানুয়ারি ২০২৫) বিকেলে স্কুল শিক্ষার্থী আদিবা ইসলাম (৮)- এর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ওই এলাকার ইমন প্রধান (২১) ও ইয়াসিন সরকার (২০) নামের দুই যুবককে আটক করা হয়েছে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, নায়েরগাঁও উত্তর ইউনিয়নের পাঁচদোনা গ্রামের প্রবাসী আলাউদ্দিন বেপারীর স্কুল পড়ুয়া মেয়ে আদিবা ইসলাম গত সোমবার (২০ জানুয়ারি ২০২৫) বিকেল ৪টার দিকে নিজ বাড়ির সামনে খেলা করতে গিয়ে নিখোঁজ হয়। এরপর তার পরিবার অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে সন্ধানের জন্যে পরিবারের পক্ষ থেকে এলাকায় মাইকিং সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে নিখোঁজ সংবাদ প্রচার করা হয়। কিন্তু কোনো সন্ধান না পেয়ে আদিবার মা শামীমা আক্তার মঙ্গলবার (২১ জানুয়ারি) মতলব দক্ষিণ থানায় একটি জিডি করেন।

শিশু আদিবাকে উদ্ধার করতে বাড়ির আশপাশের বিভিন্ন পুকুর ও ডোবায় খোঁজাখুঁজি (উদ্ধার অভিযান) শুরু করেন মতলব দক্ষিণ থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা। খোঁজাখুজির এক পর্যায়ে বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে ওই এলাকার আজিজ প্রধানীয়া বাড়ির পুকুর পাড়ে খড় (গো খাদ্য) দিয়ে ঢেকে রাখা অবস্থায় আদিবার লাশ উদ্ধার করে পুলিশ। আদিবা স্থানীয় আধারা আইডিয়াল স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল।

এ ঘটনায় এলাকায় ব্যাপক শোকের সৃষ্টি হয়েছে। আদিবার মা শামীমা আক্তার বলেন, আমার ছোট মেয়েটি কার কী ক্ষতি করলো যে, আমার মেয়েকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। আমি হত্যাকারীদের ফাঁসির দাবি জানাচ্ছি। এদিকে আদিবার স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা তার হত্যার বিচারের দাবিতে মতলব-গৌরিপুর- পেন্নাই সড়কে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে।

মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সালেহ্ আহাম্মদ জানান, আদিবার মা থানায় জিডি করলে আজ (বৃহস্পতিবার) আমরা তল্লাশি চালিয়ে আজিজ প্রধানীয়া বাড়ির পুকুর পাড় থেকে আদিবার লাশ উদ্ধার করি। এ ঘটনায় একই এলাকার মুজিবুর রহমানের ছেলে ইমন প্রধান ও লিটন সরকারের ছেলে ইয়াসিন সরকার নামে দুই জনকে আটক করা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়