প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৫, ২১:৩৭
হাজীগঞ্জে একদিনে দু লাশ উদ্ধার

হাজীগঞ্জে একদিনে নারী ও পুরুষ মিলিয়ে দুটি লাশ উদ্ধার করেছে থানা পুলিশ ও রেলওয়ে পুলিশ।
|আরো খবর
মুক্তা আক্তার মকিমাবাদ এলাকার মোল্লা বাড়ির মুরাদ হোসেন পাভেলের স্ত্রী। আর মো. নাজিম উদ্দিন কুমিল্লা জেলার লাকসাম পৌরসভাধীন কুন্দ্রা এলাকার ছালামত আলীর ছেলে।
জানা যায়, এদিন সকাল ৮টা থেকে ১০টার মধ্যে মকিমাবাদ এলাকায় নিজ বাসার কক্ষে সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন গৃহবধূ মুক্তা আক্তার। খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে হাজীগঞ্জ থানা পুলিশ।
নিহতের স্বামী জানান, শ্বশুর বাড়ির বিভিন্ন বিষয় নিয়ে চিন্তা ও মানসিকভাবে হাতাশাগ্রস্ত ছিলেন মুক্তা। ঘরের দরজা ভেঙ্গে মুক্তার লাশ উদ্ধার করে পুলিশ।
তবে মুক্তা আক্তারের মা সহ তার পরিবারের সদস্যরা জানান, নিহতের স্বামী ও তার পরিবারের মানসিক নির্যাতনে অতিষ্ঠ হয়ে মুক্তা আত্মহননের পথ বেছে নিয়েছে।
অপরদিকে একইদিন সকালে চাঁদপুর-লাকসাম রেলপথের হাজীগঞ্জ রেলস্টেশন সংলগ্ন এলাকায় একটি মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা। পরে হাজীগঞ্জ থানা পুলিশকে খবর দেয়া হয়। পরে ঘটনাস্থলে হাজীগঞ্জ থানা পুলিশ উপস্থিত হয়ে বিষয়টি চাঁদপুর রেলওয়ে পুলিশকে অবহিত করেন।
খবর পেয়ে চাঁদপুর রেলওয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে চাঁদপুর সদর হাসপাতাল মর্গে নিয়ে যায়।
অন্যদিকে সোস্যাল মিডিয়া ও যুবকের সাথে থাকা জাতীয় পরিচয়পত্র দেখে এবং তার পরিবারের সদস্যরা উপস্থিত হয়ে নাজিম উদ্দিনের মরদেহ শনাক্ত করেন। তবে তিনি মানসিক প্রতিবন্ধী বলে জানান তার পরিবার।বিষয়টি নিশ্চিত করে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুল জব্বার বলেন, নিহত গৃহবধূর মরদেহ থানা হেফাজতে রয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থাগ্রহণ করা হবে। লাশটি উদ্ধার করে চাঁদপুর রেলওয়ে থানা পুলিশ নিয়ে গেছে।








