শনিবার, ০৪ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?
  •   শ্রীনগর কাঁপছে

প্রকাশ : ১০ আগস্ট ২০২১, ০০:০০

জেলা বিএনপি কার্যালয় থেকে করোনার ঔষধ বিতরণ
প্রেস বিজ্ঞপ্তি ॥

চাঁদপুর জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিকের সার্বিক ব্যবস্থাপনায় মহামারী করোনা হেল্প সেন্টার জেলা বিএনপি কার্যালয় থেকে করোনা ভাইরাসের ঔষধ সামগ্রী বিতরণ করা হয়। এ উপলক্ষে চাঁদপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট সলিম উল্যাহ সেলিমের সভাপতিত্বে ৯ আগস্ট বিকেল ৫টায় এক সভা অনুষ্ঠিত হয়। সভায় করোনা ঔষধ সামগ্রী হাইমচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, চাঁদপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও চাঁদপুর পৌর বিএনপির নেতৃবৃন্দের মাঝে বিতরণ করা হয়।

সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেওয়ান মোঃ সফিকুজ্জামান, মুনির চৌধুরী, সদর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক অ্যাডঃ জাহাঙ্গীর হোসেন খান, হাইমচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সফিক, পৌর বিএনপি সিনিয়র সদস্য হাজী মোশারফ হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হযরত আলী ঢালী, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মানিকুর রহমান মানিক, জেলা কৃষকদলের সভাপতি এনায়েত উল্যা খোকন, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ভূঁইয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মীর আনোয়ার হোসেন বাচ্চু, জেলা ওলামা দলের সভাপতি মাওলানা জসীম উদ্দিন পাটওয়ারী, সাধারণ সম্পাদক হাফেজ জাকির হোসেন মৃধা, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, জেলা ছাত্রদলের সভাপতি ইমান হোসেন গাজী, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটওয়ারী, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক সরওয়ার গাজী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম নজু, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আঃ রাজ্জাক হাওলাদার, সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শেখ হাবিবুর রহমান, সদস্য সচিব জিসান আহমেদ ও পৌর ছাত্রদলের আহ্বায়ক মামুন খান।

জেলা বিএনপির তত্ত্বাবধানে করোনা পর্যবেক্ষণ ও হেল্প সেন্টার থেকে করোনা রোগীদের ঔষধ সামগ্রী নিয়মিত প্রদান করা হবে। চিকিৎসা সেবা ও জরুরি ঔষধের প্রয়োজনে- ০১৭০৩৮২৬১৫৩, ০১৭১১৯৫৫৮৮৮, ০১৭১২২৮১২২১, ০১৭২০০৩৪৪৯, ০১৮১৯১৪০৮০৬ নাম্বারে যোগাযোগ করুন।

চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহবুব আনোয়ার বাবলু স্বাক্ষরিত পত্রে এ তথ্য জানানো হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়