প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৫, ২১:২১
চাঁদপুরে নারী বাস্কেটবল খেলোয়াড়দের প্রদর্শনী প্রতিযোগিতা
চাঁদপুরে নারী বাস্কেটবল খেলোয়াড়দের প্রদর্শনী প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে চাঁদপুর সরকারি কলেজ মাঠের বাস্কেটবল গ্রাউন্ডে স্কুল-কলেজ শিক্ষার্থীদের সমন্বিত নারী খেলোয়াড়দের নিয়ে এই প্রথম বাস্কেটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে লাল জার্সি দলকে হারিয়ে ১২/১৮ স্কোরে চ্যাম্পিয়ন হয় সবুজ জার্সি দল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শামস্ এ খান। উপস্থিত ছিলেন প্রাক্তন খেলোয়াড় মুকুল আনোয়ার, চাঁদপুর বাস্কেটবল একাডেমির সভাপতি মনোয়ার হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক নূরুল আমিন আকাশ প্রমুখ।
উল্লেখ করা যায়, সম্প্রতি ক্রীড়া ও সামাজিক সংগঠন চলেন হাঁটির উদ্যোগে প্রথমবারের মতো নারী বাস্কেটবল দলকে প্রশিক্ষণ দিয়ে জাতীয় পর্যায়ে খেলার জন্য তৈরি করে চাঁদপুর বাস্কেটবল একাডেমি।