প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৫, ২১:২৭
আল-হিলাল ফাউন্ডেশনের শিক্ষা সামগ্রী বিতরণ
শিক্ষার মানোন্নয়নে কোমলমতি মেধাবী সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে অলাভজনক ও অরাজনৈতিক সামাজিক সংগঠন আল-হিলাল ফাউন্ডেশন। বৃহস্পতিবার (২ জানুয়ারি) দিনব্যাপী চাঁদপুর সদর উপজেলার ২নং আশিকাটি ইউনিয়নের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীর মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে আশিকাটি ইউনিয়নের দক্ষিণ আশিকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, উত্তর আশিকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাঁপানিয়া রুশদী সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ সেনগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়, উত্তর সেনগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়, হোসেনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাইকাস্তা কাজী সরকারি প্রাথমিক বিদ্যালয়, কে আর সরকারি প্রাথমিক বিদ্যালয়, উত্তর পাইকাস্তা সরকারি প্রাথমিক বিদ্যালয়, জুবলি সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ রালদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উত্তর রালদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ২ শতাধিক মেধাবী শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরন হিসেবে স্কুল ব্যাগ, খাতা ও কলম তুলে দেন আল-হিলাল ফাউন্ডেশন ও রহিমা মেমোরিয়াল ট্রাস্টের প্রধান পৃষ্ঠপোষক ইয়াসিন ফরহাদ রাসেল।
প্রধান অতিথির বক্তব্যে ইয়াসিন ফরহাদ রাসেল বলেন, আল-হিলাল ফাউন্ডেশন গত নভেম্বর মাসে প্রতিষ্ঠার পর থেকেই শিক্ষা ও স্বাস্থ্য নিয়ে কাজ করে আসছে। সেই সাথে আর্থসামাজিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন ফাউন্ডেশনের সদস্যরা। ক্রমান্বয়ে অন্য সামাজিক ও মানবিক কার্যক্রমেও ভূমিকা রাখবে ফাউন্ডেশনটি। তিনি আরো বলেন, আল-হিলাল ফাউন্ডেশনের পক্ষ থেকে সমাজের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের লেখাপড়ার যেকোনো প্রয়োজনীয় উপকরণ দিতেও প্রস্তুত।
আল-হিলাল ফাউন্ডেশনের আহ্বায়ক জাহিদুল ইসলাম খান (সাদ্দাম)-এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা বিএনপির পরিকল্পনা বিষয়ক সম্পাদক ও আশিকাটি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সেলিম পাটওয়ারী বাবুল, আশিকাটি ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক মো. সিরাজুল ইসলাম প্রধানীয়া।
উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের পৃষ্ঠপোষক ফয়েজুন্নেসা মুক্তা, উত্তর সেনগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুকুল ইসলাম লিটন, হাঁপানিয়া রুশদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমা বেগম, হোসেনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সালমা বেগমসহ বিভিন্ন শিক্ষক বৃন্দ ও ফাউন্ডেশনের অন্য সদস্যসহ উক্ত বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকগণ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।