সোমবার, ০৬ জানুয়ারি, ২০২৫  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৫, ২১:১০

শিল্পী মনোজ আচার্যীর স্মরণসভা

শিল্পী মনোজ আচার্যীর স্মরণসভা
অনলাইন ডেস্ক

চাঁদপুর স্বদেশ সাহিত্য ও সাংস্কৃতিক গোষ্ঠীর সাবেক সভাপতি, গণসংগীত শিল্পী প্রয়াত মনোজ আচার্যীর স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। স্বদেশ সাহিত্য ও সাংস্কৃতিক গোষ্ঠীর আয়োজনে শুক্রবার সন্ধ্যায় (৩ জানুয়ারি) পুরাণবাজার মধুসূদন উচ্চ বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত স্মরণসভা পরিচালনা করেন নতুন কুঁড়ি ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি অ্যাড. আবুল কালাম আজাদ।

সংগঠনের সহ-সভাপতি এম আর হারুনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি তমাল কুমার ঘোষ, বীর মুক্তিযোদ্ধা ও সংগঠক মো. মুজিবুর রহমান, চাঁদপুর উদয়ন কচি-কাঁচার সভাপতি রফিক আহমেদ মিন্টু, চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক পরেশ মালাকার, বঙ্গজ সাহিত্য ও সাংস্কৃতিক গোষ্ঠীর সভাপতি রোটা. মো. নাসির খান, সাংস্কৃতিক অনুরাগী সুভাষ সাহা, কবি রবীন্দ্রনাথ মজুমদার, উদয়ন কচি-কাঁচার সাধারণ সম্পাদক বিশ্বনাথ দাস, ২নং বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক দুলাল গোস্বামী, দোয়েল সাংস্কৃতিক সংগঠনের সভাপতি দীলিপ ঘোষ, চাঁদপুর চর্যাপদ একাডেমির মহাপরিচালক অ্যাড. রফিকুজ্জামান রণি, কবি ও বেতার শিল্পী বিএম ওমর ফারুক, সাংস্কৃতিক সংগঠক ও শিল্পী জাকির হোসেন খান শিপন, স্বজল আচার্যী প্রমুখ।

উপস্থিত ছিলেন নতুন কুঁড়ি ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠনের সাধারণ সম্পাদক মানছুরা আক্তার কাজল, চাঁদপুর লেখক পরিষদের সাধারণ সম্পাদক খোকন চন্দ্র মজুমদার, স্বদেশ সাহিত্য ও সাংস্কৃতিক গোষ্ঠীর সাধারণ সম্পাদক একে আজাদ, আকরাম খান, বিপ্লব দাস কুট্টি, সুজন সরকার, লিটন ধর, জয় ঘোষ অনু, তন্ময় দাস, সামিয়া হাফসা, মধুরিমা আচার্যী, শ্রাবণ দাস, তিথি সরকার ও নিঝুম রায়।

আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সংগঠনের পক্ষ থেকে প্রয়াত মনোজ আচার্যীর পরিবারকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়