রবিবার, ০৫ জানুয়ারি, ২০২৫  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৫, ১৮:৫৯

বাগাদী চৌরাস্তায় সিএনজি অটোরিকশা চালক হত্যা মামলার আসামী সুমনকে বাগেরহাট থেকে আটক

গোলাম মোস্তফা
বাগাদী চৌরাস্তায় সিএনজি অটোরিকশা চালক হত্যা মামলার আসামী  সুমনকে বাগেরহাট থেকে আটক
চালক শরীফ হত্যা মামলার আসামী সুমন পাটোয়ারী।

চাঁদপুর সদর উপজেলার বাগাদী চৌরাস্তায় সিএনজি অটোরিকশা চালক শরীফকে হত্যা করে নিজ মোটরসাইকেল গ্যারেজ ঝুলিয়ে রাখার ঘটনায় দায়েরকৃত মামলার এজাহার ভুক্ত আসামী সুমন পাটোয়ারীকে বাগেরহাট থেকে আটক করেছে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ।

শুক্রবার (৩ জানুয়ারী ২০২৫ ) ভোর রাতে চাঁদপুরের পুলিশ সুপারের দিক নির্দেশনায় চাঁদপুর সদর মডেল থানার ওসি বাহার মিয়ার তত্ত্বাবধানে এস আই নাজমুল হক ও এএসআই আতাউর রহমানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স খুলনা বিভাগের বাগেরহাটের দাকোপ উপজেলাধীন বানিশান্তা বাজার এলাকায় অত্যন্ত সর্তকতার সাথে আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে আত্মগোপনে থাকা শরীফ হত্যার ঘটনায় দায়েরকৃত মামলার এজাহারভুক্ত দ্বিতীয় আসামী মো. সুমন পাটোয়ারীকে একটি বাসা থেকে আটক করে। এরপর তাকে চাঁদপুর সদর মডেল থানায় নিয়ে আসা হয় এবং আদালতে প্রেরণ করা হয়।

উল্লেখ্য, গত ৩০ শে নভেম্বর ২০২৪ সিএনজি অটোরিকশা চালক শরীফকে পাওনা মাত্র ১১ হাজার টাকার জন্যে ফিল্মি স্টাইলে ঢালীরঘাট এলাকা থেকে তুলে এনে নিজের গ্যারেজে নির্যাতন করে হত্যা করে গ্যারেজে ঝুলিয়ে রাখে। এরপর পুলিশকে খবর দেয়। পরে সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে চালক শরীফকে মৃত অবস্থায় উদ্ধার করে। এ ঘটনায় নিহত শরীফের পরিবারের পক্ষ থেকে মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। উক্ত হত্যা মামলার দ্বিতীয় আসামী সুমন পাটোয়ারী। আর প্রধান আসামী গ্যারেজ মালিক রাসেল। সুমন পাটোয়ারী ঘটনাস্থল অর্থাৎ রাসেলের গ্যারেজে চাকুরি করতো। সে সদর উপজেলার

৮নং বাগাদী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বাসিন্দা আবুল কাশেম পাটোয়ারীর ছেলে।

চাঁদপুর মডেল থানার ওসি বাহার মিয়া জানান, বাগাদী ইউনিয়নের বাগাদী চৌরাস্তায় একটি হত্যা মামলার আসামী সুমন পাটোয়ারী। সে উক্ত মামলার এজাহারভুক্ত দ্বিতীয় আসামী। এ ঘটনায় মামলা দায়েরের পর নানাভাবে চেষ্টা করে আসছি এজাহারভুক্ত আসামীদের আটক করতে। এক পর্যায়ে গোপন সূত্রে জানতে পারি, আসামীরা চাঁদপুরের বাইরে রয়েছে। পরে তথ্য প্রযুক্তির ব্যবহার করে আসামী সুমন পাটোয়ারীর অবস্থান নিশ্চিত করে সেখানে মডেল থানার একটি চৌকষ ফোর্স পাঠিয়ে আটক করতে সক্ষম হই। আটক আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে এবং রিমান্ড আবেদন করা হয়েছে। তিনি এক প্রশ্নের জবাবে বলেন, এ মামলার প্রধান আসামী পলাতক রয়েছে, আশা করছি, খুব সহসাই তাকে আটক করতে সক্ষম হবো।

এদিকে এ ঘটনায় জড়িতদের আটক করে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়