প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ২১:০৪
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রায়শ্রী উত্তর ইউনিয়ন বিএনপির আলোচনা সভায় নেতৃবৃন্দ
যেই নেতা নেতাকর্মীদের তুচ্ছতাচ্ছিল্য করে কথা বলেন এমন নেতার প্রয়োজন নেই

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রায়শ্রী উত্তর ইউনিয়ন বিএনপির আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর ২০২৫) সন্ধ্যায় উল্লাশ্বর বাজারে অবস্থিত দলীয় কার্যালয়ে বিএনপির নেতা মোশাররফ হোসেন বিএসসির সভাপতিত্বে উপজেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক বিল্লাল হোসেন খোকনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র মো. মোস্তফা কামাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান পাটোয়ারী, উপজেলা যুবদলের সাবেক সভাপতি সাইফুল করিম মিনার, মেহের উ. ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম রনি, সাবেক যুবনেতা সামছুল আলম, সাবেক ছাত্রনেতা শাহাদাত হোসেন মাসুম, পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবুল কাশেম ও ছাত্রনেতা এহতেশামুল হক সজীব। উপস্থিত ছিলেন বিএনপির নেতা কাজী জাহাঙ্গীর আলম, দুলাল হোসেন পাটোয়ারী প্রমুখ।
|আরো খবর
আলোচনা সভায় বক্তারা বলেন, আমরা বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকনের নেতৃত্বে ঐক্যবদ্ধ রয়েছি। আমাদের একটাই লক্ষ্য বিএনপিকে শক্তিশালী ও ঐক্যবদ্ধ রাখা। আমরা দলের মূল ধারায় রয়েছি। আমাদের নেতা তারেক রহমান এবং শাহরাস্তি- হাজীগঞ্জের কর্ণধার আনোয়ার হোসেন খোকন। বাংলাদেশের মানুষকে দুঃশাসন থেকে মুক্তি দিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেন। এ দেশের মানুষের কল্যাণের জন্যে শুধু বিএনপি কাজ করে। বক্তারা আরো বলেন, আমরা সবাই বিএনপির রাজনীতি করি, যে নেতা আমাদেরকে তুচ্ছতাচ্ছিল্য করে কথা বলেন এমন নেতা আমাদের প্রয়োজন নেই।