প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৫, ২১:১৬
প্রবল শীত আর কুয়াশায় চাঁদপুরে লঞ্চের শিডিউল বিপর্যয়
প্রবল শীত, ঘন কুয়াশার কারণে চাঁদপুরের লঞ্চগুলোতে যাত্রী কমেছে। ঘন কুয়াশায় আজ শুক্রবার ভোর ৬টায় ঢাকাগামী সোনারতরী-৪ লঞ্চটি চাঁদপুর লঞ্চঘাট থেকে ছাড়েনি। এছাড়া সকালে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।
আল বোরাক লঞ্চের সুপার ভাইজার বাবুল মিয়া বলেন, আজ সকাল ৬টার লঞ্চ যায়নি। কুয়াশার সমস্যা আর যাত্রী সংকট নিয়ে আমাদের সমস্যা হচ্ছে।
চাঁদপুর লঞ্চ মালিক সমিতির প্রতিনিধি রুহুল আমিন হাওলাদার বলেন, শীতের কারণে যাত্রি কম। কুয়াশার কারণে তুলনায় লঞ্চ চলাচল কিছুটা কম।
ঘন কুয়াশার লঞ্চগুলোকে সার্বক্ষণিক সহযোগিতায় কাজ করছে চাঁদপুর নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগ। এর উপ-পরিচালক বশির আলী খান বলেন, আমরা সাধ্যমত কাজ করছি। তবে শিডিউল পরিবর্তন, দেরিতে লঞ্চ পৌঁছানো প্রাকৃতিক কারণে হয়েছে।
চাঁদপুর আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক শাহ মুহাম্মদ শোয়েব বলেন, আজ চাঁদপুরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার সব্বোর্চ তাপমাত্রা ছিল ১৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গত কয়েকদিন চাঁদপুরে শীত বাড়ছে।