সোমবার, ০৬ জানুয়ারি, ২০২৫  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৫, ২১:৫৩

মতলব উত্তরে সাংবাদিকদের সাথে মতবিনিময়

সাংবাদিকরা স্বাধীনভাবে লেখনির মাধ্যমে দেশের মানুষের পাশে থাকেন : বিএনপি নেতা আজহারুল হক মুকুল

মতলব উত্তর ব্যুরো
সাংবাদিকরা স্বাধীনভাবে লেখনির মাধ্যমে দেশের মানুষের পাশে থাকেন : বিএনপি নেতা আজহারুল হক মুকুল

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি আজহারুল হক মুকুল বলেছেন, সাংবাদিকরা স্বাধীনভাবে লেখনির মাধ্যমে দেশের মানুষের পাশে থাকেন। আওয়ামী দুঃশাসনে সে পথ বন্ধ হয়ে গিয়েছিল। তাই সত্য ও ন্যায়ের পক্ষে সাংবাদিকরা যাতে অগ্রণী ভূমিকা রাখতে পারেন সেজন্যে আমাদের নেতা দেশ নায়ক তারেক রহমান নির্দেশনা দিয়েছেন।

শুক্রবার (৩ জানুয়ারি ২০২৫) বিকেলে ছেংগারচর বাজারে অবস্থিত মতলব উত্তর প্রেসক্লাব কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়ের সময় তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

তিনি বলেন, জনগণের হাতে রাষ্ট্রের অধিকার ও মালিকানা ফিরিয়ে দিতে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা একটি যুগোপযোগী রূপরেখা। আমরা জানি, এই রূপরেখা ৫ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনার পতনের অনেক আগেই দেওয়া হয়েছিল।

আজহারুল হক মুকুল বলেন, মতলবের সকল শ্রেণি-পেশার মানুষকে নিরাপদ রাখতে ও সুন্দর পরিবেশ গড়ে তুলতে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। বর্তমানে স্বৈরাচারী আ’লীগ সরকারের পতনের পর শেখ হাসিনা ভারতে বসে যড়যন্ত্র করছে। তারা বিএনপিকে বিতর্কিত করতে চায়।

তিনি আরও বলেন, বিএনপির নাম ভাঙ্গিয়ে কেউ অপকর্ম ও চাঁদাবাজি করলে জানাবেন। তাদের বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা নিবে বিএনপি। আগামী দিনে স্বচ্ছভাবে মতলবকে এগিয়ে নিতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি।

দৈনিক ইনকিলাব মতলব প্রতিনিধি ও দৈনিক চাঁদপুর কণ্ঠের ব্যুরো ইনচার্জ মাহবুবর আলম লাভলুর সভাপতিত্বে এবং দৈনিক প্রিয় চাঁদপুরের যুগ্ম সম্পাদক নুর মোহাম্মদ খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহজালাল প্রধান, ছেংগারচর পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আশেক মাহমুদ সংগ্রাম।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাসানুজ্জামান নোমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ভিপি মফিজুর ইসলাম শান্ত, ছেংগারচর পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন ভূ্ঁইয়া, দৈনিক সংবাদের মতলব প্রতিনিধি শহিদুল ইসলাম খোকন, দৈনিক বাংলাদেশের আলোর স্টাফ রিপোর্টার জাকির হোসেন বাদশা, দৈনিক সংবাদ সারাবেলার মতলব প্রতিনিধি তুহিন ফয়েজ, দৈনিক কালবেলার মতলব উত্তর প্রতিনিধি মমিনুল ইসলাম, দৈনিক এশিয়ান টেলিভিশনের মতলব প্রতিনিধি সুমন আহমেদ, দৈনিক প্রিয় চাঁদপুরের বার্তা সম্পাদক আরিফুল ইসলাম শান্ত, দৈনিক জবাবদিহির মতলব উত্তর প্রতিনিধি সফিকুল ইসলাম রানা, দৈনিক রুপালী বাংলাদেশের মতলব উত্তর প্রতিনিধি লিয়াকত হোসাইন, প্রিয় চাঁদপুরের মতলব উত্তর প্রতিনিধি গাজী এমদাদুল হক মানিক, ব্যবসায়ী মো. রাসেল প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়