প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৫, ২১:২৪
ফরিদগঞ্জে আবিদ আলী ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষাবৃত্তি প্রদান
ফরিদগঞ্জে অস্ট্রেলিয়া শিক্ষক প্রবাসী আশরাফুল মিনহাজ মিলনের অর্থায়নে তার মরহুম পিতার নামে প্রতিষ্ঠিত ‘আবিদ আলী ফাউন্ডেশন’ এবং মায়ের নামে প্রতিষ্ঠিত ‘আমেনা বেগম ফাউন্ডেশন’-এর পক্ষ থেকে শিক্ষাবৃত্তি প্রদান ও গরিব অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৩ জানুয়ারি) বিকেলে রূপসার বদিউজ্জমানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে রবিউল ইমাম বাবুর সভাপ্রধানে ও এটিএম নুরুল্লাহর সঞ্চালনায় বক্তব্য রাখেন অস্ট্রেলিয়া প্রবাসী শিক্ষক আশরাফুল মিনহাজ মিলন, নারায়ণগঞ্জ পিবিআইর পুলিশ সুপার মোস্তফা কামাল রাশেদ, ফারুক হোসেন, মিজানুর রহমান, ইউপি সদস্য দেলোয়ার হোসেন, খোরশেদ আলম পাটওয়ারী প্রমুখ।
বক্তারা বলেন, সমাজসেবক মরহুম আবিদ আলী রাজনীতির বাইরেও ভালো মানুষ ছিলেন। গরিব ও অসহায়দের প্রতি সহযোগিতার হাত বাড়াতেন। তাই পরিবারের পক্ষে তাঁর অবর্তমানে সমাজসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখতে ফাউন্ডেশনের উদ্যোগে নিয়মিত সহায়তা দেয়া হচ্ছে।
আলোচনা শেষে ১৫ জন মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি ও শতাধিক পরিবারকে খাদ্যসামগ্রী প্রদান করা হয়।