প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৫, ২১:৪১
মো. আব্দুস সালাম সভাপতি ও মো. জসিম উদ্দিন সাধারণ সম্পাদক
বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের নির্বাচন
বাংলাদশে জাতীয় সমবায় ইউনিয়নের সভাপতি পদে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম এবং সাধারণ সম্পাদক পদে জাতীয় সমবায় পুরস্কারপ্রাপ্ত দেশখ্যাত কৃতী সমবায়ী মো. জসিম উদ্দিন শেখ নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার (২ জানুয়ারি ২০২৫) ঢাকাস্থ বাংলাদেশ সমবায় ব্যাংক ভবনের ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত সংগঠনের বিশেষ সাধারণ সভায় একক প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তাঁরা নির্বাচিত হন।
বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের নব-নির্বাচিত সভাপতি মো. আব্দুস সালাম বাংলাদেশ কো-অপারেটিভ ইন্স্যুরেন্স লিমিটেডের প্রতিনিধি এবং সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন শেখ জাতীয় পুরস্কারপ্রাপ্ত চাঁদপুরের শীর্ষস্থানীয় সমবায় সংগঠন চান্দ্রা শিক্ষিত বেকার যুব বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের প্রতিনিধি।
কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি কুমিল্লা জেলা সমবায় ইউনিয়নের কাজী নাসমুস সা'দাত ও ঢাকা কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের মো. নজরুল ইসলাম, আভ্যন্তরীণ হিসাব নিরীক্ষক চাঁদপুর সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংক লিমিটেডের মো. ইকবাল আজম, পরিচালক ময়মনসিংহ সমবায় ইউনিয়ন লিমিটেডের মো. আবুল হোসাইন, কুষ্টিয়া জেলা সমবায় ইউনিয়ন লিমিটেডের মো. মনিরউজ্জামান ও ভোলা জেলা সমবায় ইউনিয়নের মো. ইউসুফ হাওলাদার। একক প্রার্থী হিসেবে তারা সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।