প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৫, ২১:১৩
ফরিদগঞ্জে আই স্পোর্টস উন্মুক্ত ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ব্যাচ ফিফটিন
ফরিদগঞ্জে আই স্পোর্টস উন্মুক্ত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন হয়েছে। ৩ জানুয়ারি (শুক্রবার) বিকেলে ফরিদগঞ্জ আবিদুর রেজা পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয় টিম ডমিনেটর্স ও ব্যাচ ফিফটিন একাদশ। ফাইনালের প্রথমার্ধে ১টি গোল করে ১-০ গোলে এগিয়ে যায় ব্যাচ ফিফটিন। খেলার দ্বিতীয়ার্ধে কোন দল গোল করতে না পারায় ১-০ ব্যবধানে জয় নিয়ে টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় ব্যাচ ফিফটিন একাদশ।
ফাইনাল ম্যাচ পরবর্তী পুরস্কার বিতরণ ও আলোচনা সভায় ফরিদগঞ্জ পৌরসভার ৮নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জাকির হোসেন গাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদগঞ্জ পৌরসভা যুবদলের সভাপতি ইমাম হোসেন পাটওয়ারী।
তিনি বলেন, যে পরিবারের একজন সদস্য মাদকে আসক্ত সে পরিবার ধ্বংসের মুখে পড়ে যায়। মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে বেশি বেশি খেলাধুলার আয়োজন করা প্রয়োজন। খেলাধুলাই পারে যুবসমাজকে সকল প্রকার অপরাধমুক্ত রাখতে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফরিদগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ও ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি নুরুন্নবী নোমান, ফরিদগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি আমজাদ হোসেন শিপন, ফরিদগঞ্জ পৌর যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক টুটুল পাটওয়ারী প্রমুখ।
এ বছর ২৬টি দলের অংশগ্রহণে আয়োজিত আই স্পোর্টস উন্মুক্ত ফুটবল টুর্নামেন্টের আয়োজকদের প্রধান ও ফরিদগঞ্জ স্পোর্টস ক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি জিয়াউর রহমান জানান, সকলের অংশগ্রহণমূলক খেলা আয়োজনের কথা মাথায় রেখে পূর্বের ন্যায় এবারও আই স্পোর্টস উন্মুক্ত ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছি। ইনশাল্লাহ সকলের সার্বিক সহযোগিতা পেলে আগামীতে আরো বৃহৎ পরিসরে আয়োজনের উদ্যোগ নেবো। ফরিদগঞ্জ সদরস্থ এ আর হাইস্কুল মাঠটিকে ক্রীড়ামুখর রাখতে আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত থাকবে।