প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৫, ০০:২০
মতলব দক্ষিণে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালি ও আলোচনা সভা
মতলব দক্ষিণ উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ জানিুয়ারি ২০২৫) বিকেলে মতলব নিউ হোস্টেল মাঠ থেকে র্যালিটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় সিঙ্গাপুর প্লাজায় সমাপ্ত হয়। সেখানে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক ডা. শোয়েব আহমেদ, বিএনপি নেতা জসিম উদ্দিন প্রধান, উপজেলা বিএনপির প্রবাসীকল্যাণ সম্পাদক আনোয়ার ছৈয়াল, ৪নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ইলিয়াছ প্রধান, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক শরীফ উল্যাহ টিটু, রিপন সরকার, উপজেলা বিএনপির সদস্য নূরে আলম, শাহজাহান প্রধান, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নবীর হোসেন, যুবদল নেতা কাজী সুমন, পৌর ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রাফেল মিয়া, যুবদল নেতা নুরুজ্জামান সরকার, রাজিব, তানভির, জাভেদ, আল আমিন, উপজেলা ছাত্রদল নেতা ফকরুল ইসলাম হিরা, হাসান, জনি, ফয়সাল, খোকা প্রমুখ। সবশেষে কেক কাটা হয়।