শনিবার, ০৪ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?
  •   শ্রীনগর কাঁপছে

প্রকাশ : ১০ আগস্ট ২০২১, ০০:০০

জনতা বাজারে বালুভর্তি জিও ব্যাগ ডাম্পিং
বাবুল মুফতী ॥

মতলব উত্তর উপজেলার মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের বেড়িবাঁধ রক্ষায় ধনাগোদা নদীতে বালুভর্তি জিও ব্যাগ ডাম্পিং করা হয়েছে। সোমবার (৯ আগস্ট) বিকেলে ডাম্পিং কার্যক্রম উদ্বোধন করেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ অ্যাডঃ নূরুল আমিন রুহুল। জনতা বাজার ও বালুচর এলাকায় প্রতি ব্যাগ ৮০ কেজি ওজনের ৭ হাজার ২০০ ব্যাগ ডাম্পিং করা হবে। এর আগেও উপজেলার বিভিন্ন এলাকায় নদী ভাঙ্গনকবলিত স্থানে জিও ব্যাগ ডাম্পিং করা হয়েছে। এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান এমপি নূরুল আমিন রুহুল।

জিও ব্যাগ ডাম্পিং কার্যক্রম উদ্বোধন শেষে জনতা বাজারে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ অ্যাডঃ নূরুল আমিন রুহুল। আরও বক্তব্য রাখেন নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার, থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ শাহজাহান কামাল, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজাহান প্রধান, মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের পানি ব্যবস্থাপনা ফেডারেশনের সাধারণ সম্পাদক ও ফতেপুর পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরকার মোঃ আলাউদ্দিন, উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান জহির, ফরাজীকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার রেজাউল করিম প্রমুখ।

উপস্থিত ছিলেন উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জিএম ফারুক, সাবেক ছাত্রলীগ নেতা আব্দুর রবসহ দলীয় নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। সভা পরিচালনা করেন চাঁদপুর জেলা যুবলীগের সাবেক সদস্য সাখাওয়াত হোসেন গাজী।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়