শনিবার, ০৪ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?
  •   শ্রীনগর কাঁপছে

প্রকাশ : ১০ আগস্ট ২০২১, ০০:০০

এএসএম শফিকুর রহমান পাটওয়ারীর সুস্থতায় বিভিন্ন মসজিদে দোয়া
স্টাফ রিপোর্টার ॥

চাঁদপুর পৌরসভার ১৫নং ওয়ার্ডস্থ কমিউনিটি পুলিশিং অঞ্চল-৬-এর সভাপতি আলহাজ্ব এএসএম শফিকুর রহমান পাটওয়ারীর সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। ৮ আগস্ট রোববার বাদ আছর আল-আমিন এতিমখানা কমপ্লেক্স জামে মসজিদসহ চাঁদপুর শহরের বিভিন্ন মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এছাড়া চাঁদপুর পৌরসভার ১৫নং ওয়ার্ডের শেরে বাংলা ছাত্রাবাস জামে মসজিদ, ব্যাংক কলোনী জামে মসজিদ, জিটি রোড আকন্দ বাড়ি বায়তুল আমান জামে মসজিদ, চেয়ারম্যান ঘাটা বায়তুল আমান জামে মসজিদে এসএম শফিকুর রহমান পাটওয়ারীর সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।

এতিমখানায় মিলাদ অনুষ্ঠানে অংশ নেন কমপ্লেক্সের সহ-সভাপতি সালাউদ্দিন আহমেদ জিন্নাহ, সাধারণ সম্পাদক মাওলানা আবদুর রহমান গাজী, কোষাধ্যক্ষ মোঃ সফিউল্লাহ মিয়া, রানিং অডিটর মোঃ কামরুল ইসলাম পাটওয়ারী, সদস্য মাওলানা হাফেজ মোঃ মাসুম বিল্লাহ। অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন মসজিদের ইমাম হাফেজ মাওলানা মোঃ আবুল বাশার।

উল্লেখ্য, তিনি ৬ আগস্ট শুক্রবার রাত থেকে শারীরিক দুর্বলতা, কিডন জনিত ও ডায়াবেটিস রোগে অসুস্থ হয়ে পড়েন। বর্তমানে তিনি ঢাকার স্কয়ার হাসপাতালের আইসিইউতে রয়েছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়