প্রকাশ : ১০ আগস্ট ২০২১, ০০:০০
ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ চাঁদপুর সরকারি কলেজে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। সকাল সাড়ে নয়টায় কলেজ অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশের নির্দেশনায় তিনজন শিক্ষক কর্মকর্তা চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থা প্রাঙ্গণে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। বেলা সাড়ে বারোটায় বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোঃ আজিম উদ্দিনের সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামালের জীবন ও কীর্তির উপর স্মৃতিচারণ ও ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কলেজ অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ এবং বিশেষ অতিথি ছিলেন কলেজ উপাধ্যক্ষ প্রফেসর মোঃ আবুল খায়ের সরকার। সভার শুরুতে দোয়া ও বিশেষ মোনাজাত করেন ইসলামিক স্টাডিজ ও আরবি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর হাফেজ মোঃ রুহুল আমিন। আলোচনা সভায় বক্তব্য রাখেন উদ্ভিদবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ও শিক্ষক পরিষদ সম্পাদক মোহাম্মদ কামরুল হাছান, ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক কিউ এম হাসান শাহরিয়ার এবং সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ আলাউদ্দিন।
বক্তাগণ শেখ কামালের জীবনের উল্লেখযোগ্য অংশ নিয়ে আলোচনা করেন। তারা বলেন, শহিদ ক্যাপ্টেন শেখ কামাল মুক্তিযুদ্ধকালীন সময়ে প্রধান সেনাপতি জেনারেল এম এ জি ওসমানীর এডিসি হিসেবে দায়িত্ব পালন করেন। ব্যক্তিজীবনে তিনি শিল্প-সংস্কৃতির পাশাপাশি ফুটবল, ক্রিকেট, হকি, বাস্কেটবলসহ বিভিন্ন খেলাধুলায় অত্যন্ত উৎসাহী ছিলেন। স্বাধীনতা উত্তর যুদ্ধ-বিধ্বস্ত বাংলাদেশ পুনর্গঠন ও পুনর্বাসনে অগ্রসৈনিক ছিলেন। সমাজের অনগ্রসর জনগোষ্ঠির ভাগ্যোন্নয়নে, সমাজ চেতনায় উদ্বুদ্ধকরণে মঞ্চ-নাটক আন্দোলনের ক্ষেত্রে তিনি ছিলেন অন্যতম সংগঠক। উপমহাদেশের অন্যতম ক্রীড়া সংগঠন আবাহনী ক্রীড়াচক্রের তিনি প্রতিষ্ঠাতা ছিলেন।
উল্লেখ্য, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শহিদ ক্যাপ্টেন শেখ কামাল ১৯৪৯ সালের ৫ আগস্ট গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন এবং মাত্র ২৬ বছর বয়সে ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালরাতে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে তিনি ঘাতকদের হাতে নির্মম ভাবে নিহত হন।
বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষকবৃন্দ উক্ত আলোচনা সভায় ভার্চুয়ালি অংশ নেন। চাঁদপুর সরকারি কলেজ পরিবার তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছে।