শনিবার, ০৪ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?
  •   শ্রীনগর কাঁপছে

প্রকাশ : ০৯ আগস্ট ২০২১, ০০:০০

হাইমচর
হাইমচর প্রতিনিধি ॥

সাংবাদিক নেতা ইকরাম চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে হাইমচর উপজেলার কাটাখালী বাজার সংলগ্ন লামচরী ঈদগাহ জামে মসজিদে বিশেষ দোয়া ও মিলাদের আয়োজন করা হয়েছে।

৭ আগস্ট শনিবার বাদ আসর দৈনিক চাঁদপুর দর্পণ পত্রিকার হাইমচর উপজেলা প্রতিনিধি মোঃ জাহিদুল ইসলামের উদ্যোগে উক্ত মসজিদে বিশেষ দোয়া ও মিলাদের আয়োজন করা হয়। দোয়া ও মিলাদে প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন হাইমচর প্রেসক্লাব সভাপতি মোঃ খুরশিদ আলম শিকদার।

তিনি তার সংক্ষিপ্ত স্মৃতিচারণে বলেন, ইকরাম ভাই চাঁদপুর জেলার মধ্যে একজন সৎ ও ভালো মানের সাংবাদিক ছিলেন। তিনি সব সময় লিখনীর মাধ্যমে জনগণের কল্যাণে এবং সাংবাদিকদের সুনাম ও ঐক্যের জন্যে কাজ করে গেছেন। আমি চাই তাঁর আদর্শকে ধারণ করে সাংবাদিকরা জাতির জন্যে কাজ করে এগিয়ে যাবেন। যাতে জাতি ও সমাজ উপকৃত হয়। আমি ইকরাম ভাইয়ের আত্মার মাগফেরাত কামনা করছি। আপনারা মরহুম ইকরাম ভাই ও তার পরিবারে জন্য দোয়া করবেন।

উক্ত অনুষ্ঠানে বিশেষ মেহমান হিসেবে অংশগ্রহণ করেন হাইমচর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহমান (রিয়াদ), ২নং উত্তর আলগী ইউনিয়নের ৯নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ আবুল হোসেন মিজি। আরো উপস্থিত ছিলেন দৈনিক চাঁদপুর সংবাদ পত্রিকার হাইমচর প্রতিনিধি মোঃ মহসিন মিয়া, হাইমচর প্রেসক্লাবের প্রচার সম্পাদক হাসান আল-মামুনসহ বাজার ব্যবসায়ী ও মুসুল্লিগণ। মিলাদ ও মোনাজাত শেষে মুসুল্লিদের মাঝে তবররুক বিতরণ করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়