প্রকাশ : ০৯ আগস্ট ২০২১, ০০:০০
প্রথিতযশা সাংবাদিক ইকরাম চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কচুয়া প্রেসক্লাবের উদ্যোগে স্মরণসভা, মিলাদ ও দোয়ানুষ্ঠানের আয়োজন করা হয়। শনিবার বিকেলে মিসবাহ উদ্দিন খান সদনে কচুয়া প্রেসক্লাবের সভাপতি মানিক ভৌমিকের সভাপতিত্বে ভার্চুয়ালি যুক্ত হয়ে স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী। তিনি তাঁর বক্তব্যে বলেন, ইকরাম চৌধুরী সাংবাদিকতার জগতে আমার গুরু, তাঁর কাছ থেকে আমি দু’কলম শিখেছি। তিনি এক নির্ভীক, সাহসী ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনকারী সাংবাদিক ছিলেন। তাঁর আদর্শ অবশ্যই আমাদের অনুকরণীয়। আমি তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামরা করছি। কচুয়া প্রেসক্লাব তাঁর স্মরণে কর্মসূচি পালন করায় চাঁদপুর প্রেসক্লাবের পক্ষ থেকে আমি ধন্যবাদ ও সাধুবাদ জানাচ্ছি।
কচুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিনের সঞ্চালনায় স্মরণ সভায় বক্তব্য রাখেন চাঁদপুর দর্পণ পত্রিকার কচুয়া অফিস প্রধান ও কচুয়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আবুল হোসেন, সহকারী অফিস প্রধান ও কচুয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রিয়তোষ পোদ্দার, চাঁদপুর দর্পণের কচুয়া প্রতিনিধি ও প্রেসক্লাবের সহ-সভাপতি মফিজুল ইসলাম বাবুল, সাবেক সাধারণ সম্পাদক জিসান আহমেদ নান্নু, যুগ্ম সাধারণ সম্পাদক সুজন পোদ্দার ও মোঃ ইউনুছ, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, সহ-সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, দপ্তর সম্পাদক শান্ত ধর, ক্রীড়া সম্পাদক ইসমাইল হোসেন বিপ্লব, সদস্য সাইফুল ইসলাম সুমন ও রাসেল।