শনিবার, ০৪ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?
  •   শ্রীনগর কাঁপছে

প্রকাশ : ০৯ আগস্ট ২০২১, ০০:০০

ফরিদগঞ্জ প্রেসক্লাব
ফরিদগঞ্জ ব্যুরো ॥

গত ৭ আগস্ট শনিবার বিকেলে ইকরাম চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ফরিদগঞ্জ প্রেসক্লাবে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বাদ আসর প্রেসক্লার মিলনায়তনে ক্লাবের সভাপতি কামরুজ্জামানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আঃ ছোবহান লিটনের সঞ্চালনায় স্মৃতিচারণমূলক বক্তব্যে সংবাদকর্মীরা বলেন, চাঁদপুরের যে ক’জন কৃতী সন্তান আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন সাংবাদিক ইকরাম চৌধুরী তাঁদের অন্যতম। চাঁদপুরের সাংবাদিকতায় ইকরাম চৌধুরী এক উজ্জ্বল নক্ষত্রের নাম। সমৃদ্ধ এক পাঠশালার নাম। অকুতোভয় এক কলম যোদ্ধার নাম। প্রথম সরাসরি দৈনিক পত্রিকা চালু করে চাঁদপুরের সাংবাদিকতায় তিনি যে পথের সূচনা করেছেন, সে পথ ধরে চাঁদপুরের সাংবাদিকতা আজ এগিয়ে যাচ্ছে। সংবাদ সংগ্রহে ইকরাম চৌধুরী যে একনিষ্ঠতা দেখিয়েছেন, তা আজ অনেকেরই চলার পথের পাথেয়। সংবাদকর্মী তৈরিতে যে আদর্শ শিক্ষকের ভূমিকা তিনি রেখেছেন, সে শিক্ষাই তাঁকে সংবাদ জগতে আজো অমর করে রেখেছে। অভিভাবক হিসেবে যে দায়িত্বশীলতার পরিচয় তিনি দিয়েছেন, যুগ যুগ ধরে তা সকলকে প্রেরণা যোগাবে। দেশ ও জাতির কল্যাণে নিবেদিতপ্রাণ সংবাদকর্মী হিসেবে নিজেকে সঁপে দিতে পারলেই ইকরাম চৌধুরীর মত আমাদের সাংবাদিকতাও সার্থকতার ইতিহাস রচনা করবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি মামুনুর রশিদ পাঠান, বর্তমান কমিটির সিনিয়র সহ-সভাপতি এমকে মানিক পাঠান, সাবেক সভাপতি নুরুন্নবী নোমান, সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, বর্তমান কমিটির সহ-সভাপতি মোঃ মহিউদ্দিন, মশিউর রহমান, আমান উলাহ আমান, জাকির হোসেন সাঈদ পাটওয়ারী, নির্বাহী সদস্য এস.এম. মিজানুর রহমান, দেলোয়ার হোসেন বেলাল, শিমুল হাছান, যুগ্ম সাধারণ সম্পাদক এস.এম. ইকবাল, সাংগঠনিক সম্পাদক শাকিল মুশফিক, কোষাধ্যক্ষ জাকির হোসেন সৈকত, সহ-কোষাধ্যক্ষ আক্তার হোসেন, দপ্তর সম্পাদক লিটন কুমার দাস, সমাজকল্যাণ সম্পাদক আলী হায়দার পাঠান টিপু, সাহিত্য সম্পাদক আবদুস সালাম, সদস্য জাহিদ হোসেন, কেএম হাসান, মনির হোসেন, মেহেদী হাসান, আমান উল্যাহ খাঁন ফারাভী, মামুন হোসাইন, সাংবাদিক ফাহাদ হোসেন, পত্রিকা এজেন্ট ও ম্যাগাজিন হাউজ ফরিদগঞ্জের পরিচালক মাওঃ তাজুল ইসলাম প্রমুখ।

আলোচনা সভা শেষে সাংবাদিক ইকরাম চৌধুরী ও ফরিদগঞ্জ প্রেসক্লাব সভাপতির শাশুড়ি হোসনেয়ারা বেগমের আত্মার মাগফেরাত এবং ফরিদগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য দৈনিক চাঁদপুর দর্পণের ফরিদগঞ্জ অফিস প্রধান আবু হেনা মোস্তফা কামালের আশুরোগ মুক্তি কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন ফরিদগঞ্জ ওয়াপদা মসজিদের ইমাম হাফেজ জয়নুল আবেদিন।

উল্লেখ, দৈনিক চাঁদপুর দর্পণের ফরিদগঞ্জ উপজেলার অফিস প্রধান আবু হেনা মোস্তফা কামালের দিকনির্দেশনায় অনুষ্ঠানের আয়োজন করেন মাসুম তালুকদার ও গাজী মমিন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়