শনিবার, ০৪ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?
  •   শ্রীনগর কাঁপছে

প্রকাশ : ০৭ আগস্ট ২০২১, ০০:০০

মতলব দক্ষিণে আওয়ামী লীগের কর্মসূচি পালিত
রেদওয়ান আহমেদ জাকির ॥

স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে সকাল ৮টায় স্বাস্থ্যবিধি মেনে পালিত হয়েছে। এ উপলক্ষে ৫ আগস্ট শেখ কামালের প্রতিকৃৃতিতে মাল্যদান, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান বিএইচএম কবির আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মতলব পৌরসভার সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম নুরু, উপজেলা আওয়ামী লীগের নেতা কাজল ভট্টাচার্য, রোটাঃ এম এ আজিজ বাবুল, মোফাজ্জল হোসেন, কমল পোদ্দার, পারভেজ চৌধুরী হানিফ, তোফাজ্জল হোসেন, প্রভাষক জসিম উদ্দিন, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক বাদল নন্দী, মতলব পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সরকার, পৌর যুবলীগের সভাপতি সোহাগ সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রোটাঃ শ্যামল চন্দ্র দাস, আওয়ামী লীগ নেতা গনেশ ভৌমিক, লোকমান হোসেন বাবুল, উপজেলা যুবলীগ সদস্য সফিকুল ইসলাম, ছাত্রলীগ নেতা জুয়েল রানাসহ অন্য নেতৃবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়