শনিবার, ০৪ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?
  •   শ্রীনগর কাঁপছে

প্রকাশ : ০৭ আগস্ট ২০২১, ০০:০০

শেখ কামালের জন্মবার্ষিকীতে জেলা স্বেচ্ছাসেবক লীগের আলোচনা সভা ও মিলাদ
গোলাম মোস্তফা ॥

বাংলাদেশের ক্রীড়া ও সংস্কৃতি অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে আলোচনা সভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

৫ আগস্ট বৃহস্পতিবার বাদ আছর চাঁদপুর শহরের আঃ করিম পাটোয়ারী সড়কস্থ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে স্বাস্থ্যবিধি মেনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও প্যানেল মেয়র অ্যাডঃ হেলাল হোসাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফেরদৌস মোর্শেদ জুয়েলের পরিচালনায় উক্ত আলোচনা সভায় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন যথাক্রমে সংগঠনের সহ-সভাপতি অ্যাডঃ আতাউর রহমান পাটওয়ারী, জসিম উদ্দিন রাসেল, মোঃ মাঈনুদ্দিন আরিফ সুমন, শরিফ উল্লাহ সরকার, ফারুক হোসেন ভূঁইয়া, যুগ্ম সম্পাদক এসএম কাউছার উল আলম (কামরুল) ও মাসুদুর রহমান পরান, প্রচার সম্পাদক আনোয়ার হোসেন হাওলাদার, দপ্তর সম্পাদক রনজিত সাহা মুন্না, অর্থ বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর কবির নিবিড়, ধর্ম সম্পাদক মারুফ আনাম, শিশু ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক জাকির হোসেন পাটোয়ারী, উপ-আইন বিষয়ক সম্পাদক অ্যাডঃ খোরশেদ আলম শাওন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ওচমান গণি, সদস্য বিপুল মজুমদার জয়, আবু সায়েম, মেজবা উদ্দিন সুমন, শুভাশিষ ঘোষ শ্রী গুরু, কিরণ, তাপস, হাবিব খান, পৌর কমিটির সাংগঠনিক সম্পাদক বাদল গাজী প্রমুখ। আলোচনা শেষে বাইতুল আমীন জামে মসজিদের খতিব হাফেজ মুফতি জাফর আহমেদের পরিচালনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠান শেষে হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠে শিশু-কিশোরদের মাঝে বিভিন্ন সামগ্রী বিতরণ করেন স্বেচ্ছাসেবকলীগ নেতৃবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়