প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২১, ০০:০০
Classy Sassy নামে অনলাইন পেজের প্রতারণা
Classy Sassy (ক্লাসি সেসিই) নামে একটি অনলাইন পেজ জনগণের সাথে প্রতারণা করে আসছে। এই নামে একটি অনলাইন পেজ খুলে সেখানে মেয়েদের আকর্ষণীয় ও ট্রেন্ডিং পোশাক অত্যন্ত সস্তামূল্যে বিক্রয় করা হয় বলে লোভনীয় সকল অফার এবং ফেক রিভিউর স্ক্রিনশট দিয়ে একদল কুচক্রী ওই ফেক পেজটি সাজিয়েছে। আর এর মাধ্যমে প্রতারণার ফাঁদ পেতে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে অনলাইন ক্রেতাদের কাছ থেকে। এমন ভুক্তভোগী চাঁদপুর শহরের বেশ কিছু নারী অভিযোগ করেছেন ‘ক্লাসি সেসিই’ নামে অনলাইন পেজটির বিরুদ্ধে। তারা সস্তা মূল্যের আকর্ষণীয় অফার দিয়ে ক্রেতাদের থেকে আগেই টাকা হাতিয়ে নেয়, কিন্তু বিনিময়ে কোনো পোশাক তো দিচ্ছেই না, উল্টো ‘পোশাক কবে পাবো’ লিখে মেসেজ করলে পেজটির কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ করে দিয়ে কিছু দিনের জন্য উধাও হয়ে যায়। আবার মাসখানেক পর তারা সক্রিয় হয়ে পেজটিকে নতুন রূপে সাজিয়ে আবারও প্রতারণার কাজ চালাতে থাকে।
|আরো খবর
চাঁদপুর শহরের প্রফেসর পাড়ার বাসিন্দা কলেজ পড়ুয়া এক শিক্ষার্থী অভিযোগ করেন, গত ৩১ জুন বিকেল ৩টা ৫০ মিনিটের সময় Classy Sassy পেজটিতে তাদের সেইসব আকর্ষণীয় পোশাকের অফার প্রাইজ দেখে আমি তাদের পেজে মেসেজ করি এবং একটি পোশাকের দাম জানতে চাই। এখানে উল্লেখ করা প্রয়োজন, আমি আগে পেজটি চেক করার জন্যে তাদের পেজটি নিখুঁতভাবে দেখলে দেখি তাদের বিভিন্ন পোস্টে অনেক অনেক লাইক এবং ১৫০-২০০ কমেন্ট। তাতে আমার বিশ্বাস হয় পেজটির প্রতি। পরে ৩১ জুনের ওই সময়ে একটি পোশাকের দরদাম করার পর সকল ফরমালিটি অনুযায়ী তারা অর্ডার নিলো এবং বলল, টোটাল ১৭৫০ টাকা, নগদ নাম্বার ০১৮১৬১৮৯৮৮৯। আমি বিকাশ নাম্বার চেয়েছিলাম তারা তা দেয়নি। তখন আমি একটু অবাক হই। বার বার বলছিলো তাদের বিকাশ লিমিট ক্রস করেছে। নগদের যেই নাম্বারটি দিয়েছিলো সেটিতেও টাকা যাচ্ছিলো না। তাদের বিষয়টি জানালে তারা বলে নগদের লিমিট শেষ আমি যেন কালকে সকালে টাকা পাঠাই। ১ আগস্ট সকাল ৮টা ৪৫ মিনিটে তারা আমাকে মেসেজ করে বলে তাদের টাকা পাঠাতে এবং ১০টার মধ্যে তাদের ডেলিভারি বয় যাবে। এর মধ্যে টাকা না পাঠালে আমি ২ দিনের মধ্যে জামা পাবো না। আমি টাকা পাঠাই এবং বলি, টাকা পেয়েছে কিনা। তারা বলে পেয়েছে। ২ আগস্ট আবার মেসেজ করি তারা আমার প্রোডাক্ট পাঠিয়েছে কিনা। না বলে তারা রিপ্লাই দেয়। ৩ আগস্ট সকাল ১০টায় বলে যে, আপু হিউজ প্রোডাক্ট। ডেলিভারি পেন্ডিং আছে, কালকে ক্লিয়ার হবে সব। আমি ৬ আগস্ট আবার মেসেজ করে বললাম যে, ২ দিনের কথা বলে আজ ৪/৫ দিন হয়ে গেলো। কবে পাঠাবেন? তারা তখন আমার মেসেজ সিন করে পেজটি উধাও করে ফেললো। এরপর এক মাসের মতো এই পেজের কোনো সন্ধান মিললো না। এখন আবার সক্রিয় হয়েছে দেখা যায়। ভুক্তভোগী কয়েকজন জানান, তারা এই পেজের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিবেন।