প্রকাশ : ১১ এপ্রিল ২০২৫, ১৬:৪৫
সাংবাদিক আনওয়ারুল করীমের মৃত্যুবার্ষিকীতে ইলশেপাড়ে দোয়া ও আলোচনা সভা

দৈনিক ইলশেপাড়ের সাবেক প্রধান সম্পাদক মাও. এস এম আনওয়ারুল করীমের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল ২০২৫) বিকেলে চাঁদপুর শহরের শহীদ মুক্তিযোদ্ধা সড়কের খান ভবনের চতুর্থ তলায় ইলশেপাড় পরিবারের আয়োজনে এ দোয়া ও আলোচনা সভা করা হয়। এতে
|আরো খবর
সভাপতিত্ব করেন পত্রিকার প্রধান সম্পাদক রোটারিয়ান মাহবুবুর রহমান সুমন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশা।
তিনি তাঁর বক্তব্যে বলেন, মরহুম আনওয়ারুল করীম বহুগুণে গুণান্বিত ছিলেন। তিনি ছিলেন চতুর্মুখী মেধাবী ব্যক্তি। তাঁর সাথে গভীরভাবে মেশার সুযোগ হয়েছিলো। তিনি ছিলেন খুবই মিশুক প্রকৃতির। শিখার জন্যে যে কোনো বয়স নেই তা আনওয়ারুল করীমকে না দেখলে বুঝা যায় না।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি গিয়াস উদ্দিন মিলন ও শাহাদাত হোসেন শান্ত।
দোয়া ও আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন দৈনিক ইলশেপাড়ের সহকারী সম্পাদক মনির হোসেন, মরহুম আনওয়ারুল করীমের শ্যালক মো. নাজির আহমেদ নাজিম ও সাংবাদিক মোসাদ্দেক আল আকিব।
বক্তারা মরহুম আনওয়ারুল করীমের কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন এবং তাঁর অবদানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। আলোচনা সভা শেষে মরহুম আনওয়ারুল করীমের রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সাংবাদিক মোসাদ্দেক আল আকিব।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খান ভবন মালিক জয়নাল আবেদীন খান, পত্রিকার বার্তা সম্পাদক এস এম সোহেল, বিশেষ প্রতিনিধি সাগর চৌধুরী, স্টাফ রিপোর্টার মাজহারুল করিম সুমন, সদর উপজেলা প্রতিনিধি আল-আমিন ছৈয়াল, ফরিদগঞ্জ উপজেলা প্রতিনিধি মনির হোসেন, বাবুরহাট প্রতিনিধি মো. জাকির হোসেন, অফিস সহকারী মো. মোবারক হোসেন প্রমুখ।
উল্লেখ্য, দৈনিক ইলশেপাড়ের সাবেক প্রধান সম্পাদক এস এম আনওয়ারুল করীম ২০২৪ সালের ৯ এপ্রিল সকাল ১০টায় চাঁদপুরস্থ নিজ বাসায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ মেয়ে, বাবা-মা, ভাই-বোনসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
এসএম আনওয়ারুল করীম চাঁদপুর শহরের কোড়ালিয়া রোডস্থ হাজী শরীয়ত উল্লাহ্ (রহ.) জামে মসজিদের খতিব ছিলেন। তিনি দৈনিক চাঁদপুর কণ্ঠ ও দৈনিক ইলশেপাড়ে কাজ করেন। তিনি ইসলামী ৫০-এর বেশি বইয়ে নিজের লেখা প্রকাশ করেছেন।