প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০৪
শ্রীনগরে ভাসমান ফল ব্যবসায়ীর অভিনব প্রতারণা: ক্রেতাদের ফাঁদে ফেলে বেশি মূল্যে বিক্রির অভিযোগ
ক্রেতাদের মধ্যে আতঙ্ক
![ক্রেতাদের মধ্যে আতঙ্ক](/assets/news_photos/2025/02/12/image-58855-1739297311bdjournal.jpg)
মুন্সীগঞ্জের শ্রীনগর চকবাজার ব্রিজের ওপর ভাসমান ফল ব্যবসায়ী নজরুল মোল্লার বিরুদ্ধে অভিনব প্রতারণার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, তিনি ক্রেতাদের প্রলুব্ধ করতে কৌশলে কম দামের প্রলোভন দেখান, পরে তাদের বাধ্য করেন বেশি দামে কিনতে। এ ধরনের প্রতারণা দীর্ঘদিন ধরেই চলে আসছে বলে অভিযোগ রয়েছে।
|আরো খবর
প্রতারণার চক্র: ফাঁদে পড়ছেন সাধারণ ক্রেতারা
১১ ফেব্রুয়ারি সকাল ১০:৩০টার দিকে স্থানীয় এক নারী ক্রেতা, নুরনাহার, চকবাজার ব্রিজের ওপর নজরুল মোল্লার ফলের দোকানে যান। তিনি বড়ইয়ের দাম জানতে চাইলে বিক্রেতা জসিম মোল্লা জানান, প্রতি কেজি ৮০ টাকা। নুরনাহার কিছু না বলে চলে যেতে চাইলে হঠাৎ নজরুল মোল্লা তাকে ৫০ টাকা কেজির অফার দেন।
কম দামের কথা শুনে নুরনাহার ২ কেজি বড়ই নিতে চাইলে বিক্রেতা আবারও জানান, দাম ৮০ টাকা কেজি। এতে ক্রেতার সন্দেহ হলে তিনি প্রতিবাদ জানান, যা দ্রুত তর্কে রূপ নেয়। আশপাশের দোকানিরা এসে বিক্রেতার পক্ষ নিয়ে বলেন, “অনেক ক্রেতাই দাম জিজ্ঞেস করে চলে যায়, তাই মিথ্যা বলে ফেরানো হয়।”
প্রতারক চক্রের নীরব স্বীকারোক্তি?
ঘটনার বিষয়ে জানতে চাইলে বিক্রেতা জসিম মোল্লা কোনো উত্তর দিতে পারেননি। পাশের এক দোকানি জানান,"এটা নজরুল মোল্লার পুরনো কৌশল। তিনি নিয়মিত ক্রেতাদের এভাবে বিভ্রান্ত করেন।"
ভুক্তভোগীদের ক্ষোভ: প্রশাসনের দৃষ্টি কোথায়?
প্রতারিত ক্রেতা নুরনাহার বলেন, “এভাবে মানুষকে ধোঁকা দেওয়া জঘন্য কাজ। প্রশাসনের উচিত এমন প্রতারণার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া।”
স্থানীয়রা অভিযোগ করেন, নিয়মিত ভ্রাম্যমাণ আদালতের অভিযান না থাকায় এই ধরনের প্রতারণা ক্রমেই বাড়ছে। এমন প্রতারণার বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের হস্তক্ষেপ দাবি করেছেন ভুক্তভোগীরা।
সতর্কতা ও করণীয়
# বাজারে কেনাকাটার সময় সতর্ক থাকতে হবে।
# সন্দেহ হলে প্রশাসনকে জানাতে হবে।
# প্রতারিত হলে অভিযোগ দায়ের করতে হবে।শ্রীনগরের ভাসমান ব্যবসায়ীদের কার্যক্রম নিয়ে প্রশাসন কি উদ্যোগ নেবে? এমন প্রতারণার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে? এসব প্রশ্নের উত্তর খুঁজছে সাধারণ মানুষ।
ডিসিকে/এমজেডএইচ