বুধবার, ২০ আগস্ট, ২০২৫  |   ২৬ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২০ আগস্ট ২০২৫, ২১:৪৩

চাঁদপুর খবর পত্রিকার পক্ষ থেকে বিদায়ী এসিল্যান্ড মো. আল এমরান খানকে সংবর্ধনা

অনলাইন ডেস্ক
চাঁদপুর খবর পত্রিকার পক্ষ থেকে বিদায়ী এসিল্যান্ড মো. আল এমরান খানকে সংবর্ধনা

দৈনিক চাঁদপুর খবর পত্রিকার পক্ষ থেকে চাঁদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আল এমরান খানকে বদলিজনিত বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। বুধবার (২০ আগস্ট ২০২৫) বিকেলে চাঁদপুর সদর এসিল্যান্ড কার্যালয়ে বিদায়ী এসিল্যান্ড মো. আল এমরান খানকে সংবর্ধনা ক্রেস্ট প্রদান করেন দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক, চাঁদপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সোহেল রুশদী।

এ সময় বিদায়ী অতিথি মো. আল এমরান খান বলেন, সহকারী কমিশনার হিসেবে চাঁদপুর সদরে আমার ১ বছর ৩ মাস হলো। চাঁদপুরের মানুষ অনেক আন্তরিক। আমি সরকারি সম্পত্তি উদ্ধার ছাড়াও নানাবিধ কাজ করেছি, মানুষকে সেবা দেয়ার চেষ্টা করেছি। চাঁদপুরের মানুষ আইনের প্রতি শ্রদ্ধাশীল। চাঁদপুরের মানুষকে কোনো বিষয় নিয়ে বুঝিয়ে বললে বুঝার চেষ্টা করে। সদর উপজেলায় আমার প্রত্যেকটা তহশীলদারকে জনগণের সেবা সঠিকভাবে দেয়ার জন্যে বলেছি।

তিনি বলেন, সাংবাদিকরা খুবই আন্তরিক। সাংবাদিক ভাইয়েরা আমাদের কাজে যেভাবে সহযোগিতা করেছে, তাতে আমি সাংবাদিক ভাইদের কাছে কৃতজ্ঞ। আমি মানুষের অভিযোগের প্রেক্ষিতে মানুষের সম্পদের ঝামেলা নিরসন করার চেষ্টা করছি। আমি চেষ্টা করেছি ভূমি সংক্রান্ত কাজ করতে। আজ আমার সাংবাদিক সোহেল রুশদী ভাইয়ের সাথে শেষ মিটিং।

জানা যায়, বিদায়ী এসি ল্যান্ড মো. আল এমরান খান বিসিএস ৩৭ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। তাঁর গ্রামের বাড়ি কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায়। তিনি চাঁদপুর সদরে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে ২০২৪ সালের ১৪ মে যোগদান করেন। তিনি চাঁদপুর সদরে ১ বছর ৩ মাস সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। তাঁকে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যাস্ত করা হয়েছে। চাঁদপুর সদরের নবাগত সহকারী কমিশনার (ভূমি) বাপ্পী দত্ত রনি বলেন, আমার কাছে শুধু কাজ প্রাধান্য পাবে। আমি কাজকে ভালোবাসি। যে কেউ অফিস সময়ে আসলে, ডকুমেন্ট সঠিক থাকলে কাজ করে দেবো। আমি কচুয়াতে রাতেও কাজ করতাম, জনগণকে সেবা দিয়েছি। আমরা সবসময় চেষ্টা করি পাবলিককে সেবা দিতে। আমার যে সার্ভিস তা শতভাগ দিতে চেষ্টা করবো।

জানা যায়, নবাগত সহকারী কমিশনার (ভূমি) বাপ্পী দত্ত রনির বাড়ি কুমিল্লা জেলার বরুড়া উপজেলায়। তিনি বিসিএস ৩৮তম ব্যাচের কর্মকর্তা। তাঁর প্রথম পোস্টিং সাতক্ষীরা জেলায়। কচুয়াতে ১ বছর ৪ মাস কর্মরত ছিলেন। সাংবাদিক সোহেল রুশদী বলেন, বিদায়ী সহকারী কমিশনার (ভূমি) মো. আল এমরান খান একজন জনবান্ধব অফিসার। আমার দেখা একজন ভালো মানুষ তিনি। মহোদয়ের ব্যবহারে আমরা খুবই মুগ্ধ। তিনি চাঁদপুর সদরে যতদিন ছিলেন মানুষের সেবা করেছেন। এ সময় উপস্থিত ছিলেন দৈনিক আলোকিত চাঁদপুরের বার্তা সম্পাদক মিজান লিটন, দৈনিক চাঁদপুর খবর পত্রিকার বার্তা সম্পাদক মাওলানা আহম্মদ উল্ল্যাহ, যুগ্ম সম্পাদক মো. রানা সরকারসহ সদর উপজেলা ভূমি অফিসের কর্মকর্তাগণ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়