প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৫, ১১:০৭
প্রলোভন দেখিয়ে প্রতারণা এবং হত্যা

কচুয়ায় রাজাপুর গ্রামে বিয়ের প্রলোভনে ডেকে নিয়ে এক প্রেমিক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহত প্রেমিক ৯ নং কড়ইয়া ইউনিয়নের মনোহরপুর গ্রামের মৃত মিজানের ছেলে তুষার। ঘটনা সূত্রে জানা যায়, ১১নং গোহট (দ.) ইউনিয়নের রাজাপুর গ্রামের ফিমা আক্তার নামে একজন তরুণীর সাথে দীর্ঘ দিন তুষারের প্রেমজনিত সম্পর্ক ছিলো। রোববার (৬ এপ্রিল ২০২৫) রাতে ওই তরুণী প্রেমিক তুষারকে বাড়িতে ডেকে নিয়ে লোকজন দিয়ে বেধড়ক মারধর করে। সংজ্ঞাহীন অবস্থায় তুষারকে তার মা’র কাছে তুলে দেন প্রেমিকা ফিমা আক্তারের পরিবার। পরে তুষারের মা তাকে ওই অবস্থায় কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। চিকিৎসাধীন অবস্থায় সোমবার (৭ এপ্রিল ২০২৫) দুপুর ১ টায় হাসপাতালে তার মৃত্যু হয়।
কচুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. জিয়াউল হক জানান, লাশ উদ্ধার করে থানায় পাঠানো হয়েছে। আমি ঘটনাস্থলে এসে দুজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। পরবর্তীতে বিস্তারিত জানাতে পারবো। কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিজুল ইসলাম জানান, এ ঘটনায় সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ২ জনকে আটক করতে সক্ষম হয়েছি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে চাঁদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলা দায়ের প্রক্রিয়াধীন। তদন্ত সাপেক্ষে দ্রুত ব্যবস্থাগ্রহণ করা হবে।
প্রেমের পরিণতিতে হয় প্রণয় কিংবা বিচ্ছেদ। এটা শাশ্বত। কিন্তু প্রেমের পরিণতিতে হত্যার ঘটনা অস্বাভাবিক। প্রেমিকা যদি প্রথম প্রেমিককে বাদ দিয়ে অন্যান্য প্রেমিকে আসক্ত হয় কিংবা ব্যভিচারে লিপ্ত হয়, তখন প্রেমিকা সর্বোচ্চ পরিণতি হিসেবে হত্যার শিকার হয়। আবার প্রেমিক যদি প্রথম প্রেমিকাকে বাদ দিয়ে আরো প্রেমিকায় আসক্ত হয়ে প্রতারণার আশ্রয় নেয়, তাহলে এমন প্রেমিককে সর্বোচ্চ পরিণতি হিসেবে হত্যার শিকার হতে হয়। কচুয়ার প্রেমিক যুবক তুষার তার একমাত্র প্রেমিকা ফিমাতেই মগ্ন ছিলো, সেজন্যে বিয়ের প্রলোভনে ছুটে যায় প্রেমিকার বাড়ি। কিন্তু সেখানে গিয়ে সে প্রতারণার শিকার হয়ে বেধড়ক মারধরে প্রাণ হারিয়েছে। নিশ্চয়ই একাধিক প্রেমিকে আসক্ত ফিমা তার পথের কাঁটা দূর করতে প্রলোভনের ফাঁদ পেতে তুষারকে হত্যা করেছে। এটা সাধারণ পর্যবেক্ষণ। আমরা আশা করি পুলিশ সুষ্ঠু তদন্তে প্রকৃত সত্য খুঁজে বের করবে। সে আলোকে প্রেমিকা ফিমাসহ সংশ্লিষ্ট সকলে যথাযথ শাস্তির মুখোমুখি হবে। আমরা কচুয়ার প্রেমিক যুবক তুষারের হত্যার ঘটনা থেকে প্রেমে মগ্ন অন্য সকল যুবককে সাবধান হবার বিষয়টিতে গুরুত্বারোপ করছি।