প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০
চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের সাহেব বাজারের সাবেক ডিলার ও পশ্চিম সকদী হানিফ তালুকদারের ছোট ভাই মরহুম মোঃ ইব্রাহিম তালুকদার (৮৬)-এর মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৮ সেপ্টেম্বর শুক্রবার বাদ জুমা ওই বাড়ির বাইতুল মামুর জামে মসজিদে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে দোয়া মোনাজাত করেন মরহুমের আত্মীয় ও জেলা ইমামণ্ডমুয়াজ্জিন কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মাওঃ মোঃ আবদুর রহমান গাজী। মিলাদ মাহফিল পরিচালনা করেন ওই মসজিদের খতিব মাওঃ মোহাম্মদুল্লাহ। মিলাদণ্ডকিয়াম ও কাসিদা পরিবেশন করেন হাফেজ মহিবুর রহমান মুহিব্বুল্লাহ। কোরআন তেলাওয়াত করেন হাফেজ মোঃ ইয়াসিন প্রমুখ।
এতে অংশ নেন মসজিদের সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম দাদন তালুকদার, পশ্চিম সকদী দারোগা বাড়ি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ জাকির হোসেন তালুকদার, মরহুমের বড় ছেলে ঢাকার ব্যবসায়ী মোঃ আবুল কালাম তালুকদার, মেঝো ছেলে ঢাকা লালমাটিয়া মহিলা কলেজের সহকারী অধ্যাপক আবু আহমেদ তালুকদার, সেজো ছেলে চাঁদপুর মৎস্য গবেষণা ইনস্টিটিউটের প্রধান সহকারী সুলতান আহমেদ তালুকদার ও ছোট ছেলে ব্যাংকার আবুল বাশার তালুকদারসহ মরহুমের আত্মীয় বাংলাদেশ সেনাবাহিনীর সার্জেন্ট মোহাম্মদ আতাউর রহমান মামুনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। পরে উপস্থিত সকলের মাঝে তবররুক বিতরণ করা হয়।
উল্লেখ্য, মরহুম মোঃ ইব্রাহিম তালুকদার গত ৪ সেপ্টেম্বর রাত ৮টা ১৫ মিনিটে সেজো ছেলে সুলতান আহমেদ তালুকদারের বাসায় ইন্তেকাল করেছেন। তিনি মৃত্যুকালে ৪ ছেলে, ৩ মেয়ে, নাতি-নাতনি সহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে যান। তাকে পারিবারিক কবরস্থানে স্ত্রীর পাশে দাফন করা হয়।