বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৫, ১৭:৪৩

আল আমিন মাদরাসায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

মেধাবীরা কখনো পিছিয়ে থাকে না : অ্যাডভোকেট শেখ আবুল খায়ের মুহাম্মদ সালেহ

স্টাফ রিপোর্টার
মেধাবীরা কখনো পিছিয়ে থাকে না : অ্যাডভোকেট শেখ আবুল খায়ের মুহাম্মদ সালেহ

চাঁদপুর পৌরসভার বঙ্গবন্ধু সড়কস্থ উত্তর গুনরাজদিতে আল আমিন মাদরাসার

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ জানুয়ারি ২০২৫) মাদরাসা মাঠে আয়োজিত প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন চাঁদপুর জেলা জজ কোর্টের সাবেক সরকারি কৌঁসুলি (জিপি) অ্যাডভোকেট শেখ আবুল খায়ের মুহাম্মদ সালেহ। তিনি তাঁর বক্তব্যে বলেন, অভিভাবকগণ তাঁদের সন্তানদের উজ্বল ভবিষ্যতের স্বপ্ন দেখেন। প্রত্যেক অভিভাবক সন্তানদের ভালো অবস্থানে দেখতে চান। সন্তানদের কাছে অভিভাবকদের হারও সম্মানের বিষয়। ছেলেমেয়েরা যেন সময়ের সদ্ব্যবহার করতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে। তিনি আরো বলেন, সন্তানেরা যেন মোবাইলে আসক্ত না হয় সে বিষয়ে সচেতন থাকতে হবে। মেধাবীরা কখনো পিছিয়ে থাকে না। তাদের জন্যে সব দরজা উন্মুক্ত। তিনি সন্তানদের মেধাবী ও ভালো মানুষ করে গড়ে তুলতে অভিভাবকদের পরিকল্পিতভাবে কাজ করার আহ্বান জানান।

মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আ.জ.ম. বিলাল হোসাইনের সভাপতিত্বে ও আল আমিন মাদরাসার সিনিয়র শিক্ষক শরীফ আহমেদ খানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাদরাসা গভর্নিং বডির সদস্য নাসির উদ্দিন ও আল আমিন এতিমখানা কমপ্লেক্সের সাধারণ সম্পাদক মাও. মো. আবদুর রহমান গাজী।

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আহ্বায়ক সিনিয়র শিক্ষক মো. জাহিদুল ইসলাম, সদস্য সচিব সিনিয়র শিক্ষক মাওলানা রিয়াদ হোসাইন, সদস্য মাওলানা হাফেজ আবু নোমান, সাখাওয়াত হোসাইন, শাহাবুদ্দিন, কাউসার পারভেজ, সাইফুল ইসলাম, দেলোয়ার হোসেন, মাওলানা জায়েদ হোসেন ও মাওলানা আব্দুল হাকিম প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়